‘সফর’ নিয়ে আসছেন সানি দেওল, বিশেষ চরিত্রে আছেন ‘ভাইজান’

গদর ২-এর মতো হাই-অকটেন অ্যাকশন হিট দেওয়ার পর এবার একদম অন্য মুডে আসছেন সানি দেওল। নতুন ছবি ‘সফর’ এ তাঁকে দেখা যাবে এক মধ্যবয়সী পারিবারিক মানুষের চরিত্রে, যিনি জীবন ও সুখের প্রকৃত মানে খুঁজতে বেরিয়ে পড়েন।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের শেষের দিকে ছবিটি সরাসরি ওটিটি-তে মুক্তি পাবে।

ইমোশনাল ফ্যামিলি ড্রামা ধাচের এই সিনেমাটির পরিচালনায় আছেন শশাঙ্ক উদাপুরকর এবং প্রযোজনায় রয়েছে বিশাল রানা প্রোডাকশনস।

পর্দায় সানি দেওল সঙ্গে রয়েছে সিমরন বাগ্গা ও দর্শন জরিওয়ালা।

নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে "ছবিটিতে কোনো অ্যাকশন নেই। এটি মূলত সানির চরিত্রকেন্দ্রিক, এক আবেগপ্রবণ আত্ম-অন্বেষণের গল্প।"

নির্মাতাদের মতে, এটি একটি ব্যক্তিগত ও পারিবারিক কাহিনি, যা ডিজিটাল দর্শকদের কাছে বেশি উপযুক্ত। তাই এটিছ থিয়েটারে নয়, সরাসরি ওটিটি-তে মুক্তি পাবে।

জানা যায়, সিনেমাটিতে এক বিশেষ চরিত্রে থাকছেন সলমন খান নিজেই। সূত্র জানায়, এক দিনের শুট ছিল সলমনের জন্য, যেখানে তিনি সুপারস্টার সলমন খান-এর চরিত্রে অভিনয় করেন। ছবির এক আবেগঘন মুহূর্তে তাঁর এন্ট্রি হয়। এই ক্যামিও ছবির প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে নিশ্চিত!

সফর ছবির মাধ্যমে সানির এক কোমল ও আবেগপ্রবণ দিক উঠে আসবে, যা প্রমাণ করবে তিনি অ্যাকশনের বাইরেও দারুণ অভিনয় করতে পারেন।

এসএম/টিএ

Share this news on: