ফের চবির পাহাড়ে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ে একদিনের ব্যবধানে আবার আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের পশ্চিম দিকের পাহাড়ে এ আগুন লাগে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে একই হলের দক্ষিণ-পূর্ব দিকের টেলিটক পাহাড়ে আগুন লাগে। বিকালে আগুন ছড়িয়ে পড়লে দুই-তিন ঘণ্টার চেষ্টায় নিরাপত্তা দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণ করে।

চবির নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার নূর উদিন যুগান্তরকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে পাহাড়ের ওপরের আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কাছে এতো দীর্ঘ পাইপ থাকে না। আমাদের ৬টা ফায়ার বিটার আছে, এগুলো দিয়ে আগুন নেভাতে হয়।

জানা গেছে, গত একমাসে প্রায় ৬ বার চবির বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরএইচ

Share this news on: