আওয়ামী ঘুড়ি বাংলাদেশে আর উড়তে দেওয়া হবে না: আসিফ মাহমুদ

আওয়ামী ঘুড়ি বাংলাদেশে উড়তে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তিকে এ বিষয়ে এক হতে হবে।

আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে উপদেষ্টা মাহফুজ আলমের এক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার স্ট্যাটাসে বলেছেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে "ট্রান্সপ্লান্টেড" একটি শক্তি। তিনি দাবি করেন, এর নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, এবং "ঘুড়ি উড়ে বাংলাদেশে," তবে এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।


Share this news on: