দল হিসেবে আ.লীগের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি
মোজো ডেস্ক 10:00PM, Mar 22, 2025
জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শনিবার (২২ মার্চ) বিকেলে পাবনা পুলিশ লাইনস সংলগ্ন একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন জেলা শাখার উদোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফল দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের যে নেতৃবৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে।
তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায়। আর বাংলাদেশে তৌহিদি জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না। বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায় সেটাই ঘটছে।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাসনাইন বাবু এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহার।