ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন আওয়ামী লীগ : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হবে, পলিসির জায়গা থেকে আমাদের মধ্যে ডিসকাশন হবে, আমাদের ডায়ালগ হবে, আমাদের সবকিছুই হবে। তবে আওয়ামী লীগকে রাষ্ট্রকাঠামোর বাইরে রেখে।

তিনি বলেন, ভুলে গেলে চলবে না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়নি, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।
স্বৈরাচারীদের নজির দেখিয়ে হাসনাত বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, তাদের আবার নির্বাচনে ফিরিয়ে আনা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ৫ আগস্টেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের প্রতীক এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে।

আহ্বান জানিয়ে মুখ্য সংগঠক বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাব, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, বাকস্বাধীনতার রুদ্ধ করেছে, গুম-খুন-হত্যার রাজনীতি চালু করেছে, আপনারা যদি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও বাংলার জমিনে ফিরতে পারবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে হাসনাত বলেন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন।

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ওড়াচ্ছে বাংলাদেশে। ৫ আগস্ট আমরা সেই ঘুড়ির সুতা কেটে দিয়েছি। এই ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া যাবে না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের অসহযোগিতায় কি ভোগান্তিতে বাংলাদেশ দল? Mar 23, 2025
img
ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসির উদ্দীনের Mar 23, 2025
img
ব্রাজিলের বিপক্ষে ক্লাসিকো নিয়ে যা বলছেন স্কালোনি-ডি পল Mar 23, 2025
হাসনাতের স্ট্যাটাসকে সীমা লঙ্ঘন আখ্যা দিয়ে যা বললেন জিল্লুর রহমান Mar 23, 2025
ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখেই দোকান রেখে পালালেন ব্যাবসায়ী Mar 23, 2025
img
‘টক্সিক’ সিনেমার জন্য ১৫ কোটি পারিশ্রমিক নিলেন কিয়ারা Mar 23, 2025
নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে যা জানালেন ফারুকী Mar 23, 2025
রশি দিয়ে শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ করলো গার্মেন্টস শ্রমিকরা Mar 23, 2025
নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করা হচ্ছে যমুনা শপিংমলে Mar 23, 2025
চক বাজারের পন্য বিশ্বের নামীদামী বলে বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা Mar 23, 2025