ফের মা হতে যাচ্ছেন আলিয়া!

বলিউড তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাটের প্রথম সন্তান রাহার বয়স আড়াই বছর প্রায়। এরইমধ্যে দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন রণলিয়া দম্পতি। এবার গুঞ্জন ফের সন্তানের মা হতে চলেছেন আলিয়া ভাট। সম্প্রতি সেরকম ইঙ্গিত রণবীর কাপুর নিজেই দিয়েছেন।

রণবীর কাপুর-আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। সে বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেয় এই দম্পতি। গত বছরের নভেম্বর মাসে জন্ম হয় কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে প্রায় ২ বছর বয়স হল তার। এরই মধ্যে পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া। অভিনেতার কথায় মিলল এমন ইঙ্গিত!

দুই সন্তান চাওয়ার বাসনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন রণবীর-ঘরনি। এবার মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তারা। শোনা যাচ্ছে, মেয়ের নামের উল্কি করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম উল্কি। এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় রয়েছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’

এদিকে সম্প্রতি আলিয়া ভাটও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এবার রণবীরের কণ্ঠেও সেই একই সুর। তবে আলিয়ার অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি যুগল।

আরএইচ

Share this news on: