উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসার মতে, লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার মূল একাদশ ও বেঞ্চের খেলোয়াড়দের মধ্যে মানের কোনো পার্থক্য নেই। তবে তার এই পর্যবেক্ষণ বিশেষ করে রক্ষণের খেলোয়াড়দের ক্ষেত্রে কতটা সঠিক, তা নিয়ে সংশয় রয়েছে।
আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি বিষয়টির বিশ্লেষণ করেছে। ৩৭ বছর বয়সেও আর্জেন্টিনার রক্ষণের অন্যতম ভরসা নিকোলাস ওতামেন্দি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যে ৫০ ম্যাচের ৩৬টিতে ক্লিন শিট রাখতে পেরেছেন, তাতে ওতামেন্দির অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আরেক সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোর অবদানও কম নয়। টটেনহ্যাম হটস্পারের ২৬ বছর বয়সী ডিফেন্ডার চোটের জন্য অনেক দিন বাইরে ছিলেন। তবে ঠিক সময়ে সেরে উঠে পুরোপুরি ফিট হয়েই খেলছেন আর্জেন্টিনার হয়ে।
তাদের জায়গায় খেলার সামর্থ্য আছে লিসান্দ্রো মার্তিনেসের। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার চোটের জন্য লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন।
বর্তমান দলে থাকাদের মধ্যে ৩৩ বছর বয়সী হেরমান পেস্সেইয়া খেলতে পেরেছেন ৪২ ম্যাচ। আর লঁসে খেলা ফাকুন্দো মেদিনা ও মার্সেইয়ে খেলা ২৬ বছর বয়সী লিওনার্দো বেলার্দি খুব বেশি খেলার সুযোগ পাননি।
ইউরোপে খেলা ফুটবলারদের বেশি পছন্দ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রতিটি ম্যাচে তার দল গঠনে এর প্রমাণও মেলে। তবে ইউরোপের অভিজ্ঞতা না থাকলেও হয়তো সামনে সুযোগ পেতে পারেন কেভিন লোমোনাকো।
গনসালো মন্তিয়েলের চোটে রাইট-ব্যাক হিসেবে আছেন নাহুয়েল মোলিনা। উরুগুয়ের বিপক্ষে বেশ অধারাবাহিক ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হলেও, বল পায়ে ততটা কার্যকর ছিলেন না আতলেতিকো মাদ্রিদের মোলিনা।
এই দুই জনের বাইরে সম্ভাব্য বিকল্প হতে পারেন হোয়াকিন গার্সিয়া। তবে বাজে চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি।
উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে উজ্জ্বল ছিলেন নিকোলাস তাগলিয়াফিকো। একটা সময় লেফট-ব্যাক হিসেবে তার ও মার্কোস আকুনার মধ্যে একজনকে বেছে নিতে হতো। কিন্তু রিভার প্লেটে ফেরা আকুনা এখন নিজেকে খুঁজে ফিরছেন, এই সময়ে লিঁওর হয়ে দারুণ পারফরম্যান্সে জায়গা পাকা করেছেন তাগলিয়াফিকো।
কার্ডের খাঁড়ায় কিংবা চোটের জন্য শুরুর একাদশের এই ডিফেন্ডারদের না পেলে কী করবেন স্কালোনি? মাঠে যারা নামেন তাদের সঙ্গে বেঞ্চে থাকা খেলোয়াড়দের মানের সুস্পষ্ট পার্থক্য রয়েছেই। এই দিকটা ভালোভাবেই হয়তো বুঝতে পারছেন স্কালোনি। তাই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হওয়া মাত্র যারা খেলার সুযোগ পাচ্ছেন না এবং যাদের ডাক পাওয়া প্রাপ্য, তাদের বেশি সুযোগ দিতে চান তিনি।
বিয়েলসার মন্তব্য কতটা সঠিক, তখনই হয়তো একটা ভালো ধারণা হওয়া যাবে।
অদলবদল করে দল গড়ার প্রক্রিয়াও হয়তো খুব দ্রুত শুরু করবেন পারবেন স্কালোনি। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
বাছাইয়ে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে।
এসএস/এসএন