প্রভাসের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'রাজা সাব', শুরুতে ১০ এপ্রিল ২০২৫-এ মুক্তি পাওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া তথ্যে জানা গিয়েছে দশেরা মৌসুমের আগে সেপ্টেম্বরেই মুক্তি পেতে পারে সিনেমাটি।
যদি সত্যিই এমন হয়, তবে প্রভাসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবেন পবন কল্যাণের ‘ওজি’ এবং বালাকৃষ্ণার বহুল প্রতীক্ষিত ‘অখণ্ড ২’, যেগুলোর মুক্তি সেপ্টেম্বরেই নির্ধারিত রয়েছে।
বছরের অন্যতম প্রতীক্ষিত গ্যাংস্টার থ্রিলার পবন কল্যাণের ‘ওজি’র পরিচালনা করেছেন সুজীথ। রাজনীতিতে ব্যস্ত পবনের জন্য এটি হতে পারে নির্বাচনের আগে শেষ বড় সিনেমা। এরফলে দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে হাইপ বেড়েছে কয়েকগুণ।
অন্যদিকে বালাকৃষ্ণের ‘অখণ্ড’ এর সিকুয়েল ‘অখণ্ড ২’ পরিচালনা করেছেন বয়াপাটি শ্রীনু । ‘ওজি’র সঙ্গে একই মাসে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে প্রায় তিন বছর ধরে নির্মাণাধীন থাকলেও 'রাজা সাব' সিনেমাটির শুটিং এখনো সম্পূর্ণ হয়নি, যার কারণে এই বিলম্ব ঘটেছে। অনাকাঙ্খিত বিলম্বের কারণে ছবিটি দেখার আশায় থাকা ভক্তরা এখন হতাশ।
প্রথমে গুঞ্জন ছিল যে 'রাজা সাব' এবং প্রভাসের আরেকটি চলচ্চিত্র 'ফৌজি' — দুটিই ২০২৫ সালে মুক্তি পাবে। কিন্তু 'রাজা সাব' পিছিয়ে যাওয়ায়, 'ফৌজি'র ২০২৫ সালে মুক্তি পাওয়ার বিষয়টিও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
মারুতি পরিচালিত 'রাজা সাব' একটি হরর-কমেডি চলচ্চিত্র, যেখানে প্রভাসের সঙ্গে অভিনয় করছেন মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও ঋদ্ধি কুমার। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সিনেমাটিতে সঙ্গীত পরিচালনা করছেন থামান।
প্রভাসের সাম্প্রতিক সিনেমা ‘সালার’ এবং ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’ বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে, ফলে ‘রাজা সাব’-এর জন্য দর্শকের প্রত্যাশাও অনেক বেড়েছে।