বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে, কারণ বিএনপিই একমাত্র দল যা প্রতিবার দেশের বিপদে-আপদে রুখে দাঁড়িয়েছে এবং সবসময় বাংলাদেশকে সকল সংকট থেকে উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, "আজকে এমন এক সংকট সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের দেশবিপ্লবী সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা মেনে নিতে পারি না।"
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ার কিছু নতুন নতুন কুতুবেরে আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তারদের ভাষা, বাক্য ও বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যায়। তারা চায় না দেশে গণতন্ত্রের দিকে যাক।
তিনি আরও বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, সংকটের সময় পাশে এসে দাঁড়ায়, তাদেরকে কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।
অন্তর্বর্তী সরকার সংস্কারের বিশাল পাহাড় জমিয়ে ফেলছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, অনেকগুলো বিষয়ের অবতারণা, যা আমাদের জনগণ বুঝেও না। আমরা সে জন্যেই আমাদের দল থেকে তাদের সংস্কার প্রস্তাবনার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি। কোনটায় একমত, একমত নই সেটাও আমরা জানিয়েছি। আমরা জোর দিয়ে বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গণতন্ত্র। আমরা জানি না গণতন্ত্র ছাড়া আর কোনো সিস্টেম আছে যেটা জনগণের কল্যাণ করতে পারে।
এসএস/টিএ