চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সানি দেওলের। একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত। মাঝেমধ্যে হাজির হন পর্দায়। বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা, এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানালেন।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘জাট’-এর টিজার। আপাতত ছবিটির প্রচারণা নিয়েই ব্যস্ত তিনি। এই সিনেমার প্রচারে এসে বলিউড নিয়ে মন্তব্য করেন সানি দেওল।
গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা।
এ সময় অভিনেতা বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’
এর সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন।
অভিনেতার কথায়, ‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।’
বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না, এমন প্রশ্নের উত্তরে সানি দেওল বলেন, ‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন। কিন্তু এখন করপোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গেছে। এর শিকার হচ্ছেন প্রত্যেকটা পরিচালক।ফলে ছবি তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে।’
সানির মতে, যেকোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের ওপর।
এফপি/টিএ