নেইমার বিশ্বকাপ খেলতে চাইলে ত্যাগ স্বীকার করতে হবে: রোনালদো

দীর্ঘ ১৭ মাস পরে ব্রাজিল জাতীয় দলে খেলার ডাক পেয়েছিলেন নেইমার জুনিয়র। দুর্ভাগ্যবশত ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন তিনি। সান্তোসে যোগ দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিতেই নতুন ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

ওই ইনজুরির সময়ে তাকে বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে ওই পার্টির রাতে তিনি প্রত্যারণা করে অন্য নারীর সঙ্গে সময় কাটিয়ছেন।

অথচ নেইমার সান্তোসে ফিরেছেন ফর্মে ফেরার আশা নিয়ে এবং ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলার সংকল্প নিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন রোনালদো দ্য ফেনোমেনন।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার আগামী বিশ্বকাপে থাকবে। নেইমার অসাধারণ এক প্রতিভা। কিন্তু তাকে (ব্রাজিলের জন্য) নিজেকে উৎসর্গ করতে হবে। এটা (বিশ্বকাপে খেলা) তার হাতে।’

নেইমারের মতো ভয়াবহ সব ইনজুরি পার করেছেন ব্রাজিলের এই রোনালদোও। ১৯৯৮ বিশ্বকাপে ফাইনালে তিনি ইনজুরি নিয়ে খেলেছেন। যদিও চ্যাম্পিয়ন হতে না পারায় তার ইনজুরিকেই দায়ী করা হয়। ২০০২ বিশ্বকাপের ফাইনালেও তার ইনজুরি ছিল। ইনজুরি থেকে প্রতিপক্ষের মনোযোগ সরাতে অদ্ভূত হেয়ার স্টাইল করেছিলেন রোনালদো নাজারিও।

নেইমারকে কী কী ত্যাগ স্বীকার করতে তা উল্লেখ করে ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘কেবল ত্যাগের বিনিময়ে সে বিশ্বকাপে যেতে পারবে। বিশ্বকাপের বাকি আর এক বছর। সে ভালো অবস্থানে থেকে বিশ্বকাপে গেলে আমাদের (ব্রাজিলের) ভালো সুযোগ আছে। সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিক মতো অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে।’

আরএ

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে : সেনাপ্রধান Mar 26, 2025
img
সংঘবদ্ধ ধর্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে স্কুলছাত্রী Mar 26, 2025
img
নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লিগ’ সম্পর্কে যা জানা গেল Mar 26, 2025
img
নির্বাচন যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর Mar 25, 2025
img
কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রেন একমত Mar 25, 2025
img
সাজেকে আগুনে পুড়ে জুমচাষির মৃত্যু Mar 25, 2025
img
এই ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান Mar 25, 2025
img
কাটছাঁটের পর অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল ‘বরবাদ’ Mar 25, 2025
বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা Mar 25, 2025
ভোক্তার অভিযানে ধরা পড়লো নকল পাকিস্তানি সাদা বাহার Mar 25, 2025