জাপার নেতৃত্বে জি এম কাদেরকে চায় না রওশনপন্থিরা

জাতীয় পার্টর (জাপা) নেতৃত্বে জিএম কাদেরকে আর চায় না রওশনপন্থিরা।মঙ্গলবার (২৫ মার্চ) দলটির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ এ সংক্রান্ত লিখিত আবেদন ইসি সচিবের কাছে জমা দিয়েছেন।

এতে তিনি উল্লেখ করেছেন, জাতীয় পার্টির (নিবন্ধন সংখ্যা-১২) দশম জাতীয় কাউন্সিলে সর্বসম্মতভাবে নির্বাচিত মহাসচিব হিসেবে আমি কাজী মো. মামুনুর রশিদ আপনাকে এই মর্মে অবহিত করতে চাই যে, বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি। এখন আমরা দেশবাসীর আগামীদিনের গণতন্ত্র সুসংহত করার আশা আকাঙ্ক্ষার প্রতীক বর্তমান নির্বাচন কমিশনের দারস্থ হয়েছি।
 
আপনাকে অবহিত করতে চাই যে, ২০২৪ সালের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেওয়া নিয়ে জাতীয় পার্টির মধ্যে মতবিরোধ দেখা দেয়। তখন পার্টির সর্বস্তরের নেতা-কর্মীর সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য নিয়ে তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গংরা নির্বাচনে অংশ গ্রহণ করেন তখন শেখ হাসিনা তার স্বাক্ষরে জাতীয় পার্টির ২৬ জনকে মনোনয়ন দেন।

এইসব প্রেক্ষাপটে জাতীয় পার্টি যখন বিলুপ্ত প্রায়- তখন পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পার্টির সর্বময় ক্ষমতার অধিকারী বেগম রওশন এরশাদ- জাতীয় পার্টির বর্ধিত সভা আহ্বান করেন।
 
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে সাংগঠনিক নিয়মে অব্যাহতি দেওয়া হয়। এই বর্ধিত সভায় ৯ই মার্চ-২০২৪ তারিখে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমাদের সংগঠনের যাবতীয় বিধি বিধান মেনে- যথা সময়েই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পার্টির ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দেশী বিদেশি সাংবাদিক এবং বিদেশি কুটনীতিকদের উপস্থিতিতে এই সম্মেলনে বেগম রওশন এরশাদ চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদ কার্যনির্বাহী চেয়ারম্যান এবং আমি কাজী মো. মামুনুর রশীদ মহাসচিব নির্বাচিত হই। এছাড়াও পার্টির কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন।

আমরা যথা সময়েই প্রত্যেকবার আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে জমা দিয়েছি। জাতীয় কাউন্সিল সমাপ্ত করে আমাদের পার্টির পূর্ণাঙ্গ কমিটি এবং সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দিয়ে- নির্বাচন কমিশনের রেকর্ডে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মো. মামুনুর রশীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিলাম।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই বিগত সরকারের একান্ত আজ্ঞাবহ জাতীয় পার্টির একটি অংশকে তাদের গৃহপালিত বিরোধীদল হিসেবে সংসদে রাখার জন্য আমাদের বৈধ কাউন্সিলে নির্বাচিত কমিটিকে নির্বাচন কমিশন অনুমোদন না দিয়ে তৎকালীন সরকারের নির্দেশে আমাদের আবেদন নামঞ্জুর করে দেন।

এজন্য নির্বাচন কমিশনের রেকর্ডে জাতীয় পার্টির অনুকূলে চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত করণ অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব আলী কেএম আলী নেওয়াজ বলেন, অতীতের সিদ্ধান্ত অতীতে হয়েছে, তাদের আবেদন বর্তমানে কতটুকু যৌক্তিক, তা ইসির আইনি ক্ষমতা অনুযায়ী পরীক্ষা করে আমরা দেখবো। তারপর আইনগত সিদ্ধান্ত জানাবো।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতা দিবসে সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান Mar 26, 2025
img
স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি Mar 26, 2025
img
প্রয়োজন পড়লে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে যাব: মির্জা আব্বাস Mar 26, 2025
img
ভক্তদের মন ভাঙায় দুঃখ প্রকাশ ব্রাজিল অধিনায়কের Mar 26, 2025
img
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ১৮ জনের মৃত্যু Mar 26, 2025
img
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেইসবুকে পোস্ট, তোপের মুখে এসিল্যান্ড Mar 26, 2025
img
মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা Mar 26, 2025
img
সংসদের মেয়াদ হোক পাঁচ বছর, বিএনপি Mar 26, 2025
img
ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় বিক্ষোভ ফিলিস্তিনিদের Mar 26, 2025
img
রেলওয়েতে এক টাকা আয়ের জন্য আড়াই টাকা খরচ হয়: ফাওজুল কবির Mar 26, 2025