লিটন-নাহিদের বিকল্প খুঁজছে পিএসএল

লিটন দাস ও নাহিদ রানার বদলি খুঁজছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে চিন্তার কিছু নেই, বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে পিএসএলে দেখা যাবে। তারা যে কয়েকটি ম্যাচ মিস করবেন জিম্বাবুয়ে সিরিজের জন্য, সেই ম্যাচগুলোর জন্য খুঁজে নেওয়া হচ্ছে সাময়িক বদলি। লিটন ও নাহিদসহ মোট ৫ ক্রিকেটারের বদলি খুঁজতে পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়, ভার্চুয়ালি।

আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে প্লেয়ার্স ড্রাফটে দল পান বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন, নাহিদ ও রিশাদ হোসেন। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য তিনজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছাড়পত্রের আবেদন করেছেন। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রবিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, কিছু ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। যে কারণে ওই কয়েক ম্যাচের জন্য তাদের বদলি ক্রিকেটারের খোঁজে করা হবে অনলাইন প্লেয়ার্স ড্রাফট।

আগামী মাসে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এ কারণেই মূলত পিএসএলে শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি ম্যাচ খেলতে হবে তাদের। এরপর পিএসএলে যেতে পারবেন তারা।

এখনও টেস্ট অভিষেক না হওয়ায় রিশাদের ক্ষেত্রে অবশ্য এই জটিলতা নেই। পিএসএলের পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেতে পারেন তরুণ লেগ স্পিনার। সোমবার বিসিবির সাধারণ সভার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।

লিটন-নাহিদ ছাড়াও অনলাইন প্লেয়ার্স ড্রাফটে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডান ডাসেন এবং নিউ জিল্যন্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের জন্য কয়েক ম্যাচের বদলি ক্রিকেটার নেওয়া হবে।

এছাড়া পুরো টুর্নামেন্টেই খেলা হবে না আইপিএলে সুযোগ পাওয়া করবিন বশের। অনলাইন ড্রাফটে দক্ষিণ আফ্রিকান পেসারের জায়গায় পুরো আসরের জন্য বদলি খেলোয়াড়ের খোঁজ করবে পেশাওয়ার জালমি।


এসএস/এসএন

Share this news on: