স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তিনি মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হানের মৃত্যুর পর জুন ইয়ং-হিউনকে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোম্পানিটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
হান দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। স্যামসাংয়ের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে, এর প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই ১৯৮৮ সালে কোম্পানিটিতে যোগদান করেন হান।
কোম্পানির মুখপাত্র জানান, মৃত্যুকালে হান স্ত্রী এবং তিন সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এমআর