এআই মডেলের নতুন সংস্করণ প্রকাশ এনেছে চীনের স্টার্টআপ ডিপসিক।এআইনির্ভর স্টার্টআপটি তাদের ভি৩ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বড় ধরনের আপগ্রেড প্রকাশ করেছে, যা ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানির সঙ্গে ডিপসিকের প্রতিযোগিতাকে আরও জোরালো করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘ডিপসিক ভি ৩-০৩২৪’ নামের নতুন মডেলটি এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এ পাওয়া যাচ্ছে, যা দ্রুত উন্নয়নের পথে চলা এআই বাজারে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য ডিপসিকের প্রচেষ্টারই সর্বশেষ প্রতিফলন।
‘হাগিং ফেইস’-এ প্রকাশিত একাধিক প্রযুক্তিগত পরীক্ষায় ডিপসিকের সর্বশেষ মডেলটি তার পূর্বসূরীর তুলনায় যুক্তি ও কোডিং সক্ষমতার মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি দেখিয়েছে।
রয়টার্স লিখেছে, সাম্প্রতিক মাসগুলোতে গোটা বিশ্বে এআই শিল্পে কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হিসাবে দ্রুত আবির্ভূত হয়েছে ডিপসিক। কোম্পানিটি এআই মডেলের এমন একটি সিরিজ প্রকাশ করেছে, যা কম খরচে কার্যকর সামধান দিতে পারে।
এর আগে, ডিসেম্বরে ‘ভি ৩’ নামে তাদের প্রথম এআই মডেল চালু করে কোম্পানিটি। তারপরে জানুয়ারিতে নিজেদের ‘আর ১’ মডেলটি প্রকাশ করেছে চীনা স্টার্টআপটি।
এদিকে, আয়ের চেয়ে গবেষণায় বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিপসিক।কিছুদিন আগে কোম্পানিটির বিলিয়নেয়ার প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং বলেছেন, সিলিকন ভ্যালির বিভিন্ন এআই কোম্পানি অর্থাৎ নিজের প্রতিদ্বন্দ্বীদের পথ তিনি অনুসরণ করবেন না ।
২০২৩ সালের জুলাই মাসে ডিপসিক প্রতিষ্ঠা করেন লিয়াং ওয়েনফেং। ফোর্বসের মতে, লিয়াংয়ের সম্পদের পরিমাণ বর্তমানে কম করে হলেও একশ কোটি ডলার।
এমআর