স্ত্রীসহ পুলিশের সাবেক ডিআইজি বাতেনের নামে মামলা

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাবেক ডিআইজি আব্দুল বাতেনের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার ৭টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার লেনদেনের বিষয়ে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী নুর জাহান আক্তার হীরা ও মো. আব্দুল বাতেনকে আসামি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীন কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৮৬ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। তার ৪টি ব্যাংক হিসেবে ৮ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।


এসএস/টিএ

Share this news on: