মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না : চসিক মেয়র

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়লাভ বাংলাদেশিদের শ্রেষ্ঠ অর্জন বিধায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ জাকির হোসেন রোড পাহাড়তলীতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কখনো বিতর্কিত হতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, যা আমাদের গর্বের ইতিহাস।

২৫ মার্চ কালরাত্রির নৃশংস হত্যাযজ্ঞ থেকে শুরু করে ১০ নভেম্বর পাহাড়তলী গণহত্যা—সবই প্রমাণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা। ১৯৭১ সালের ১০ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর পায়োনিয়ার ফোর্স চট্টগ্রামের পাহাড়তলী অঞ্চলে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়। পাঞ্জাবি লেন, বিহারি লেন, ওয়্যারলেস কলোনিসহ বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল।

তিনি বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির জীবনে সবচেয়ে ভয়াবহ দিন।

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে সারা বাংলাদেশে গণহত্যা চালায়। বিশেষ করে ঢাকায় তারা নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যা করে। জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযান ছিল এক নির্মম হত্যাযজ্ঞ।

তবে চট্টগ্রাম ছিল ব্যতিক্রম। সারা দেশে পাকিস্তানি বাহিনী নির্বিচারে হামলা চালালেও চট্টগ্রামে তারা সফলভাবে অভিযান পরিচালনা করতে পারেনি। এর মূল কারণ ছিল চট্টগ্রাম থেকে গড়ে ওঠা প্রতিরোধ। চট্টগ্রামে অবস্থানরত স্বাধীনতার সপক্ষের সেনারা পূর্ব থেকেই সশস্ত্র প্রতিরোধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। পাকিস্তানি বাহিনী চট্টগ্রামে সহজে আধিপত্য বিস্তার করতে পারেনি।

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে মুক্তিযোদ্ধারা পরিকল্পিত প্রতিরোধ গড়ে তোলেন এবং পাকিস্তানি বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ হতে পারে সোমবার Mar 29, 2025
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে মার্কিন প্রতিবেদন প্রকাশ Mar 29, 2025
ঈদের ছুটি পেলেও করছে আন্দোলন,তবে কেন? Mar 29, 2025
শাকিবের জন্মদিনে ছেলেকে নিয়ে পাল্টাপাল্টি পোস্ট অপু,বুবলীর Mar 29, 2025
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে শাকিবের 'চাঁদ মামা' Mar 29, 2025
ভোক্তা অধিকারের কর্মকর্তার প্রশংসা করে যা বললেন আসিফ Mar 29, 2025
img
আমার কলিজার টুকরা, জান তুমি, কার উদ্দেশ্যে একথা বললেন মাহি? Mar 29, 2025
img
এনসিপির যুব উইং গঠনের প্রস্তুতি, উপ-কমিটি গঠন Mar 29, 2025
img
জোভানের নতুন সঙ্গী কলকাতার অভিনেত্রী, আসছে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০ Mar 29, 2025
img
দিন দিন আরও যুবক হচ্ছেন শাকিব : নুসরাত জাহান Mar 29, 2025