ভারতের কলকাতার রানওয়েতে দুই উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অক্ষত রয়েছে শিশুসহ অন্তত ১৩৫ জন যাত্রী।বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।
বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি উড়োজাহাজ এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া উড়োজাহাজটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো উড়োজাহাজেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। এ ঘটনায় ইন্ডিগোর দুই পাইলটকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।ডিজিসিএয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭৩৭ ভিটি-টিজিজি উড়োজাহাজটি দাঁড়িয়েছিল। সেইসময় ইন্ডিগোর উড়োজাহাজটি ধাক্কা মারে। এই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ। তদন্তের সময় গ্রাউন্ড স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার জন্য দুটি উড়োজাহাজকেই বসিয়ে দেওয়া হয়েছে।
সেই ঘটনার পরে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ধাক্কার পরে নিয়ম মোতাবেক বিমানটিকে বে'তে ফিরিয়ে আনা হয়। ফলে ইন্ডিগোর ৬ই-৬১৫২ উড়োজাহাজটি নির্দিষ্ট সময় কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যেতে পারেনি। যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ওই উড়োজাহাজটিতে ৪ শিশুসহ ১৩৫ জন যাত্রী ছিলেন।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যে উড়োজাহাজটিতে ধাক্কা লেগেছে, সেটি চেন্নাইয়ে উড়ে যাওয়ার কথা ছিল। রানওয়েতে ঢুকতে যে সবুজ সংকেতের প্রয়োজন হয়, সেটার জন্য কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিল। কিন্তু দুর্ঘটনার পরে বে'তে ফিরিয়ে আনা হয় উড়োজাহাজটিকে। এর ফলে কলকাতা-চেন্নাইয়ের ফ্লাইটটি বাতিল কলা হয়েছে।
এমআর/এসএন