পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে এশীয় ব্যবস্থাপনা গড়ার তাগিদ প্রধান উপদেষ্টার

এশিয়ার দেশগুলোকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার ও ফেরত আনার একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, দুর্নীতির কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর ১ ট্রিলিয়ন ডলার হারায়, যা তারা পাওয়া মোট উন্নয়ন সহায়তার বহুগুণ বেশি। এশিয়ার উচিত ঐক্যবদ্ধ হয়ে সম্পদ পুনরুদ্ধার ও ফেরত দেওয়ার জন্য একটি বহুপক্ষীয় মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তোলা।'

পরিবর্তনশীল বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত এবং যৌথ ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া ২০২৫-এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ড. ইউনূস। তিনি এশিয়ার দেশগুলোর মধ্যে চারটি মূল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান— অর্থনৈতিক, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি সহযোগিতা।

ড. ইউনূস বলেন, এশিয়াকে একটি টেকসই অর্থায়ন কাঠামো গড়ে তুলতে হবে। এই অঞ্চলের বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে একটি নির্ভরযোগ্য তহবিল গঠন করা উচিত, যা এশিয়ার চাহিদা মেটানোর পাশাপাশি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

এশিয়াকে বিশ্বের অন্যতম কম সংযুক্ত বাণিজ্যিক অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দুর্বল সংযোগ বিনিয়োগ ও বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। তাই, বাণিজ্য সহযোগিতা বাড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ড. ইউনূস খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জন করতে হবে এবং টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ঘটাতে হবে। এছাড়া, জলবায়ু-বান্ধব ও পুনরুত্পাদনশীল কৃষি উদ্ভাবনের ওপর জোর দেন তিনি।

ড. ইউনূস বলেন, এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনর্গঠিত, অন্তর্ভুক্তিমূলক ও সমবণ্টনমূলক হবে। জ্ঞান ও তথ্য বিনিময়, প্রযুক্তি উদ্ভাবন ও ডিজিটাল সমাধানে যৌথ বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মনে করেন।

এশিয়ার ভবিষ্যৎকে আরও উন্নত করতে তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, "আমাদের একটি নতুন সভ্যতার ভিত্তি গড়তে হবে, যেখানে সমাজ হবে আত্মনির্ভরশীল ও টেকসই। আমাদের একটি শূন্য-অপচয় জীবনধারা গড়তে হবে, যেখানে ভোগ্যপণ্য শুধু মৌলিক প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে।"

তিনি সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, এই মডেল এখন ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করছে, যেখানে উদ্ভাবন, লক্ষ্য ও দায়িত্ববোধের সমন্বয় ঘটেছে। বোয়াও ফোরামসহ এশিয়ার অন্যান্য উদ্যোগগুলোর উচিত তরুণ উদ্যোক্তাদের জন্য সহযোগিতা আরও জোরদার করা, যাতে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত এশিয়া গড়তে পারে।

ড. ইউনূস তার বক্তব্যে পুনরায় জোর দিয়ে বলেন, প্রত্যেক তরুণকে তিন-শূন্য ব্যক্তি হিসেবে গড়ে উঠতে হবে— শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য বেকারত্ব।
তিনি বলেন, এটাই আমাদের যৌথ ভবিষ্যৎ, যা আমরা এশিয়ায় একসঙ্গে গড়ে তুলতে পারি।

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

জিএম কাদেরকে মানসিক রোগী বললেন চুন্নু! Jul 08, 2025
img
সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল ইসরাইল! Jul 08, 2025
img
ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ Jul 08, 2025
img
যিশুর প্রাক্তন সঙ্গিনী নীলাঞ্জনার নতুন সফর: দুই কন্যাকে নিয়েই এবার ‘একলা চলো রে’ Jul 08, 2025
img
৪০ কোটি পারিশ্রমিকে ‘অখণ্ড ২’ নিয়ে ফিরছেন বয়োপাটি শ্রীনু Jul 08, 2025
img
রণবীরের ‘ধুরন্ধর’ ভক্তদের মন কেড়েছে, কোণঠাসা সালমানের ‘গালওয়ান’! Jul 08, 2025
img
জেআরডি টাটা হয়ে ফিরছেন নাসিরউদ্দিন শাহ Jul 08, 2025
img
‘মহানতি’র পর আর জ্বলে উঠেনি কীর্তির ভাগ্যের আলো Jul 08, 2025
img
১০ বছরে নেই হিট, তবুও কীভাবে আদিত্য রায় কাপুর পাচ্ছেন বড় বাজেটের সিনেমা? Jul 08, 2025
img
নারীরা বড় রাজনীতিবিদ : আফরোজা আব্বাস Jul 08, 2025
img
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক; সফল হবে না, জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে: আমিনুল হক Jul 08, 2025
img
সময় ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল Jul 08, 2025
img
আওয়ামী লীগ ও বিএনপি একই গাছের দুই ডাল: ফয়জুল করিম Jul 08, 2025
img
‘আওয়ামী লীগকে দরদ দেখানোর সুযোগ নেই’ Jul 08, 2025
img
মার্কিন শুল্ক নিয়ে আলোচনার দরজা এখনো খোলা : বাণিজ্যসচিব Jul 08, 2025
img
বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয়নি : মির্জা ফখরুল Jul 08, 2025
img
ভোলায় বৈরী আবহাওয়া: ১০ রুটে নৌযান চলাচল বন্ধ Jul 08, 2025
img
মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান Jul 08, 2025
img
শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ Jul 08, 2025
img
৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা Jul 08, 2025