দুই নারীকে ভালোবাসতেন ভারতের তেলেঙ্গানার এক যুবক। পরে একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন সূর্যদেব নামের ওই যুবক। তিনি তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লাল দেবী ও জালকারি দেবী নামে দুই নারীকে ভালোবাসতেন সূর্যদেব।
বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে না নিলেও লাল দেবী ও জালকারি দেবী মেনে নেন। তারা তিনজন বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব।
বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি।
হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও এটিই প্রথম ঘটনা নয়।
এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন এক যুবক। তিন পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ঝাড়খণ্ডে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন এক যুবক।
এসএন