ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই জুটি।

সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম। সেই প্রচারণায় যোগ দিয়েছেন বুবলী নিজেও। তবে এই নায়িকা বেছে নিলেন এক ব্যতিক্রমী পদ্ধতি। লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন তিনি।

গত সপ্তাহে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী বলেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

বুবলীকে এমন অবতারে দেখে ভক্তরাও বেশ অবাক হন। এবার এক সাক্ষাৎকারে লুঙ্গি পরে সিনেমার প্রচারণার কারণ জানালেন এই অভিনেত্রী।

বুবলী বলেন, ‘লুঙ্গির ব্যাপারটা ছিল আমাদের পরবর্তী সিনেমা জংলির সঙ্গে কানেকটেড। এটা প্রোমোশনাল একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় যে, সবকিছুই তো একটা ক্লোদিং, সেদিক থেকে লুঙ্গির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন— কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি। এটা আমাদের প্রোমোশনাল।’

এদিকে বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। যেখানে হয়তো তার পোশাকের ধরণও ঠিক এমনই থাকবে।

এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেছেন ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকের হাতে।’

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার : মির্জা ফখরুল Apr 02, 2025
img
ট্রাম্পকে নিন্দা জানিয়ে সতর্ক করল রাশিয়া Apr 02, 2025
img
‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’ Apr 02, 2025
img
যুক্তরাষ্ট্র হামলা করলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান Apr 02, 2025
img
রাশিয়ার ইতিহাসে অন্যতম বৃহৎ বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছেন পুতিন Apr 02, 2025
img
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Apr 02, 2025
img
বিমসটেক সম্মেলনের প্রস্তুতি পর্বে অংশ নিল বাংলাদেশ Apr 02, 2025
img
রাজিবপুর বাজারে আগুনে পুড়ল ১১ দোকান Apr 02, 2025
img
লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার Apr 02, 2025
img
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন Apr 02, 2025