বাংলাদেশের আম-কাঁঠালের প্রশংসায় শি জিনপিং

বাংলাদেশের আম এবং কাঁঠালের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এই তথ্য দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ইউনুসের সঙ্গে জিনপিংয়ের বৈঠককে অত্যন্ত সফল' বলেও উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব লিখেন, "প্রেসিডেন্ট জিনপিং এখনও পর্যন্ত মোট দু'বার বাংলাদেশে এসেছেন। ইউনূসের সঙ্গে সেই দুই সফরের বিষয়ে তিনি কথা বলেন। বাংলাদেশে এসে তিনি এখানকার আম এবং কাঁঠাল চেখে দেখেছিলেন। সেগুলি তাঁর খুব পছন্দ হয়েছে। আগামী দিনে এই দুই ফল বিপুল পরিমাণে চিনে রফতানি করবে বাংলাদেশ।"

শফিকুল আলম জানান, ইউনূস ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা ছিল গঠনমূলক ও ফলপ্রসূ। এটি ছিল প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। জিনপিং বাংলাদেশ সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এবং এই সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি চীনের সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন শি জিনপিং। পাশাপাশি, চীনের উৎপাদন সংস্থাগুলিকে বাংলাদেশে আনার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা শি জিনপিংয়ের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে আছে, চীন থেকে নেওয়া খঋণের সুদের হার কমানো এবং জলসম্পদ বণ্টন। জিনপিং বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসএম/এসএন

Share this news on: