দিন দিন আরও যুবক হচ্ছেন শাকিব : নুসরাত জাহান

প্রকাশের কয়েক ঘণ্টায় মিলিয়নের ঘর ছুঁয়েছে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। গানটিতে কোমর দুলিয়েছেন টলিউড লাস্যময়ী নুসরাত জাহান। অন্যদিকে ঝাঁ চকচকে শাকিব খান তো যেন খাপ খোলা তরবারি! নুসরাতের মতে দিন দিন আরও যুবক হচ্ছেন শাকিব। গণমাধ্যমের সঙ্গে গানটির অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে এরকম মন্তব্য করলেন অভিনেত্রী।

‘চাঁদ মামা’ গানটিতে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে নুসরাত বলেন, ‘‘ভালো কাজের অভিজ্ঞতা সবসময় ভালো হয়। এটা শাকিবের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এর আগে আমরা ‘নাকাব’ নামের একটি যৌথ প্রযোজনার সিনেমায় একসঙ্গে কাজ করেছিলাম। অনেক দিন পর একটি দুর্দান্ত কম্পোজিশনে আমরা পারফর্ম করলাম। দারুণ একটি গান। ‘চাঁদ মামা’ নিয়ে মানুষের এত ভালোবাসা, উচ্ছ্বাস, উন্মাদনা— একজন শিল্পী হিসেবে আমাদের কাছে বিশাল প্রাপ্তির।’’

এরপর বলেন, ‘‘গানটি আমার খুবই ভালো লেগেছিল। প্রীতম হাসানের কম্পোজিশন। তিনি খুবই মেধাবী। গানটির একটি রিকল ভ্যালু আছে। কারণ আমরা ছোটবেলা থেকেই চাঁদকে ‘চাঁদ মামা’ বলে ডেকেছি। আমি ভীষণ আশাবাদী গানটা নিয়ে। ভালো করার চেষ্টা করেছি। বাকিটা দর্শক-শ্রোতার ওপর নির্ভর করছে।’’

‘নাকাব’ -এর শাকিব ও ‘বরবাদ’ -এর শাকিবের মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করলেন— জবাবে পশ্চিমবঙ্গের এ তারকা বলেন, ‘‘শাকিব ভাইয়ের মধ্যে পার্থক্যের বিষয়টায় পরে আসছি। প্রথমত, ‘নাকাব’ -এ কাজের সময় দেখেছি উনি ততটাই হার্ড ওয়ার্কিং, হাম্বল এবং ডাউন টু আর্থ একজন অভিনেতা। এবারও দেখলাম উনি অভিনয় শিল্পী হিসেবে শতভাগ এফোর্ট দিয়েছেন। আর ততটাই ভালো ওনার আচরণ, ততটাই মাটির মানুষ উনি। সেজন্যই বোধহয় দুই বাংলার তরফ থেকে মানুষের এত ভালোবাসা পেয়েছেন। দ্বিতীয়ত, পার্থক্যের মধ্যে এটাই বলতে পারি, দিন দিন তার বয়সটা কমে যাচ্ছে, আরও ইয়ং হয়ে যাচ্ছেন। ওনাকে দেখতে আরও বেশি ভালো লাগছে।’’

সবশেষে গানটি নিয়ে উচ্ছ্বসিত নুসরাত বললেন, ‘‘আমার যারা এর আগে ওনার সঙ্গে কাজ করেছি সেসবের চেয়ে ‘চাঁদ মামা’ অনেকটা আলাদা। আমি ভীষণ আশাবাদী গানটি মানুষের পছন্দ হবে এবং সবাই এই ঈদে ‘চাঁদ মামা’র সঙ্গে নেচে উঠবে। ’ 

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

ট্রাম্পকে নি'ন্দা জানিয়ে স'ত'র্ক করল রাশিয়া Apr 02, 2025
যুক্তরাষ্ট্র হা'ম'লা করলে পা'রমা'ণবিক অ'স্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান Apr 02, 2025
ঈদ নিয়ে সৌদি বি'ত'র্কে'র নতুন মোড়! কী বলছেন বিশেষজ্ঞরা? Apr 02, 2025
শ্রেষ্ঠ স্বামী নয়, শ্রেষ্ঠ বাবার উপাধি পেয়েছেন শাকিব খান Apr 02, 2025
হাতে মেহেদী দিয়ে 'এস' লিখে কাকে বুঝালেন পরীমণি? Apr 02, 2025
দর্শকের আস্থা পেতে পরিবার নিয়ে সিনেমা দেখতে নায়ক সিয়াম! Apr 02, 2025
হঠাৎ থা'না'য় শাকিবের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক ও পরিচালক Apr 02, 2025
অভিনেতা সিয়ামকে নিয়ে ফ্যামিলির যে মন্তব্য Apr 02, 2025
img
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ Apr 02, 2025
শাকিবের বরবাদ নিয়ে কি বলছেন দর্শকরা Apr 02, 2025