ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মার আইপিএলের শুরুটা ভালো হয়নি । এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে মাত্র ৯ রান। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওযার পর দ্বিতীয় ম্যাচে ৮। নিজের ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে এই ব্যাটারকে।
এতেই রোহিত শর্মার ক্যারিয়ারে শেষ পর্যায় দেখতে পাচ্ছেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক এই ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারের মতে, রোহিতের সময় ফুরিয়ে আসছে ক্রমেই।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও খুব একটা ভালো সময় কাটেনি রোহিতের। ফাইনালের ৭৬ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছুই করতে পারেননি।
পুরো আসরজুড়ে অধিনায়কের ফর্ম ততটা ভালো ছিল না। এরপর আইপিএলে ফিরেও আবার ফর্মহীনতার ছাপ তার ব্যাটিংয়ে। তার আউটের ধরন, ব্যাটিংয়ের নানা দিক নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।
এবার জিওস্টারে আলোচনায় মাঞ্জরেকার বললেন, রোহিতের ক্যারিয়ারে গোধূলির ছায়া দেখতে পাচ্ছেন তিনি।
‘রোহিত শর্মা পরিষ্কারভাবেই একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সে আর, ধরুন তিন-চার বছর আগের সেই রোহিত শর্মা নেই। ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে সে আছে, যখন প্রতিটি দিন সকালে নিজেকে ঠেলতে হচ্ছে তাকে… কঠোর অনুশীলন করা, সেরা চেহারায় থাকা… কারণ সবকিছু ফসকে যেতে শুরু করেছে তার কাছ থেকে। এখন স্রেফ সহজাত প্রতিভা ও প্রবণতার ওপর নির্ভর করছে সে।’
আরএ/এসএন