নানা ভঙ্গিতে ঈদ উদযাপন করছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা

বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন নিজেদের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নিয়ে ভক্তদের সঙ্গেও নিজেদের আনন্দের মুহূর্ত শেয়ার করছেন তারা।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ কাটাচ্ছেন পরিবারের সাথে। তার ফেসবুক পেজে পাওয়া গেছে তার বাবা, স্ত্রী এবং সন্তানের সাথে ঈদের বিশেষ মুহূর্তের ছবি। অন্যদিকে, ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ মা ও ভাইয়ের সাথে ঈদের আনন্দ উদযাপন করেছেন, এবং সেই মুহূর্তটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা ঈদের শুভেচ্ছা দিয়েছেন ঘিবলি স্টুডিও দিয়ে বানানো ছবি দিয়ে এবং পরিবারের সঙ্গে ইফতার কাটার কিছু বিশেষ মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন সবার কাছে।

আইপিএলে খেলতে ভারতে অবস্থান করছেন মঈন আলি। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ক্যাপশন লিখেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপন করা প্রত্যেককে ঈদ মোবারক।”

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পরিবারসহ ঈদ উদযাপন করেছেন এবং তার ছোট ভাইয়ের প্রথম ঈদ উদযাপনের ছবি শেয়ার করেছেন।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তার দলীয় সহযাত্রীরা ঈদ কাটাচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে, কারণ কিছুদিন পরই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পাকিস্তানে উড়াল দেবেন তারা।

এদিকে, পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আখতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, “সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালোবাসার মানুষদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন।”
অন্যদিকে বাংলাদেশের তাসকিন আহমেদ ঈদ কাটানোর সৌভাগ্য নিয়ে আলহামদুলিল্লাহ শোকরিয়া জানিয়েছেন, এবং পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারাকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন।

এই বছর অনেক ক্রীড়া তারকা নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সাথে শেয়ার করে ঈদের আনন্দ দ্বিগুণ করেছেন, এবং তাদের ঈদ শুভেচ্ছা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে।

আরএ/এসএন

Share this news on: