আর কখনও অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে

বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, রাজনৈতিক কর্মকাণ্ডেও আর কোনো কার্যক্রম করবেন না গুণী এ অভিনেতা।

সোহেল রানা বলেন, ‘দীর্ঘসময় ধরে চলচ্চিত্রে নিয়মিত কাজ করেছি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছি। দীর্ঘ পথচলায় আমার স্বজন-সহকর্মী ও দর্শকরা পাশে থেকেছেন। তাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি। কিন্তু সময়ের সাথে সাথে অনেকটা সময় অতিক্রম করায় মনে হলো অভিনয় থেকে অবসর নেয়া উচিত। তাই অভিনয়ে আমাকে আর কেউ দেখবেন না। তবে একটি সিনেমা পরিচালনা করব।

রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন গুণী এই মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে যেমন যুদ্ধে নেমেছিলেন, ঠিক তেমনি রাজনৈতিকভাবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমান প্রেক্ষাপট, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় নানা বিষয় বিশ্লেষণ করে রাজনীতিকেও ফুলস্টপ করে দিলেন।

এ বিষয়ে তিনি বলেন, বয়স তো অনেক হয়েছে। এখন নিজেকে সময় দেয়া প্রয়োজন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় দেয়া উচিত। এ কারণে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম সেটি আর থাকা হচ্ছে না।

অগণিত ভক্তের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে গুণী এই অভিনেতা বলেন, জীবনে শেষ অবধি আমার ভক্তদের ভালোবাসা চাই। দর্শকের ভালোবাসার ঋণী হয়ে থাকতে চাই। কবর পর্যন্ত ভালোবাসার ঋণ নিয়ে যেতে চাই।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরপরই চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ সোহেল রানা। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করেন তিনি।

১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এ সিনেমার মাধ্যমেই সোহেল রানা চরিত্রের অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।

একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি এ অভিনেতা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার Apr 02, 2025
img
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন Apr 02, 2025
img
সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব Apr 02, 2025
img
নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো Apr 02, 2025
img
ভুল ইংরেজি বলে ফের সমালোচনায় নায়িকা শুভশ্রী Apr 02, 2025
img
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ Apr 02, 2025
img
মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র Apr 02, 2025
img
মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা Apr 02, 2025
img
নেই গরম কমার লক্ষণ, ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ Apr 02, 2025
img
হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট, আছেন নিবিড় পর্যবেক্ষণে Apr 02, 2025