‘বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে’ অবশ্যই আমাদের ভাবতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত সমৃদ্ধির শিখরে পৌঁছায়নি। দেশের উন্নয়নের অগণিত সম্ভাবনা আজও অজর্নের অপেক্ষায় রয়েছে। তাই একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণে এখনই জাতীয়ভাবে গভীরভাবে চিন্তা ও কার্যকর উদ্যোগ নেওয়ার সময় এসেছে।”

সোমবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, “শান্তি ছাড়া কোনো জাতি সামনে এগোতে পারে না। আমাদের প্রত্যেককে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যেন দেশের মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে এবং কারো ভয়ে নয়, নিজের ইচ্ছায় চলতে পারে। আজ যে ভবিষ্যতের কথা বলছি, তা গড়ে তুলতে হলে এখন থেকেই জাতিকে একতাবদ্ধ করতে হবে।”

ঈদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ঈদের অন্তর্নিহিত বাণী হলো—সমঝোতা, ক্ষমাশীলতা, এবং অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। আমরা অন্তত একটি দিন ঠিক করতে পেরেছি, যেখানে জাতি মিলেমিশে উদযাপন করতে পারে—এটাই আমাদের বড় সৌভাগ্য।”

চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এবারের ঈদকে বিশেষ তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই ঈদ যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। বরং এই দিন হোক নতুন ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার সূচনা। আমরা যেন একে অপরের আরও কাছে আসতে পারি, দূরত্ব দূর করে চারপাশে সামাজিক ঐক্যের বলয় গড়ে তুলতে পারি। কারণ এই সময়ের জন্য জাতীয় ঐক্যই সবচেয়ে বেশি জরুরি।”

প্রধান উপদেষ্টার বক্তব্যে আগামী দিনের পথচলায় একটি দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ জাতি গঠনের প্রত্যয় ফুটে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই আহ্বান কেবল একটি শুভেচ্ছা বিনিময়ের বক্তব্য নয়—বরং তা অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের প্রতিফলন।

এসএন 

Share this news on:

সর্বশেষ