বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচিতে পরিবর্তন

সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ।

এই অস্ট্রেলিয়া সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০২৭ সালে হওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার ব্যস্ততার কারণে সিরিজটি এগিয়ে ২০২৬ সালে করার পরিকল্পনা করা হয়েছে।

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ এক টেস্ট ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। এ কারণেই মূলত বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হচ্ছে ২০২৬ সালের অগাস্টে।

তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে দুই দল তা এখনও চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এই দ্বিপাক্ষিক সিরিজটি অনুষ্ঠিত হবে নর্দান টেরিটরিতে।

বাংলাদেশ সবশেষ যখন অস্ট্রেলিয়া সফর করেছিল তখনও এখানকার ডারউইনে হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। বাংলাদেশের সেই সিরিজের পর এই মাঠে আর খেলা হয়নি। এবার ১৭ বছর পর আবারো ক্রিকেট ফিরছে এখানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে এখানেই শুরু হবে এবারের অস্ট্রেলিয়ান গ্রীষ্ম মৌসুম। ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার খবরটি ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে।
টিএ/

Share this news on: