বড় ধাক্কা খেল সালমানের ‘সিকান্দার’, প্রথম দিনে হতাশাজনক আয়

প্রায় দুই বছরের বিরতির পর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে পারে বলে আশা করা হয়েছিল। ধারণা করা হয়েছিল যে প্রথম দিনেই ৪০-৪৫ কোটি টাকা আয় করবে, কিন্তু বাস্তবে ছবিটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে ভারতে ‘সিকান্দার’ আয় করেছে মাত্র ২৬ কোটি টাকা। ছবিটির নির্মাতারা রবিবার বিশ্বব্যাপী ৫৪ কোটি টাকার আয় দাবি করলেও আন্তর্জাতিক বক্স অফিসে প্রকৃত আয় সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শুরুর আয় আশানুরূপ না হলেও সোমবার ঈদের ছুটির কারণে ‘সিকান্দার’-এর ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে অনলাইন পাইরেসির কারণে ছবিটির আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা রবিবার ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ সকালে, সিনেমাটির সাত-আটজনের সঙ্গে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’

চাপ আরও বাড়িয়ে দিচ্ছে যে, সালমান খান এখনও ভারতে ৫০০ কোটির ব্লকবাস্টার দিতে পারেননি, যা তার সমসাময়িকরা ইতিমধ্যেই অর্জন করেছেন।
শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটির ব্যবসা করেছেন। রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, সানি দেওলের ‘গদর ২’, ভিকি কৌশলের ‘ছাভা’ এবং এমনকি ‘স্ত্রী ২’ দেশীয় বক্স অফিসে ৫০০ কোটির ঘর পেরিয়েছে।

সালমানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে, ‘সিকান্দার’ প্রথম দিন একেবারেই বক্স অফিসে ঝড় তুলতে পারেনি।

তুলনামূলকভাবে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রথম দিনে আয় করেছিল ১৩.৫ কোটি টাকা, ‘রাধে’ আয় করেছিল মাত্র ৪.৭৫ কোটি টাকা

সিনেমার প্রথম দিনের আয় যথেষ্ট আশাব্যঞ্জক নয়, তবে ঈদের ছুটিতে আয় বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অনলাইন পাইরেসি এবং দর্শকদের প্রতিক্রিয়া ‘সিকান্দার’-এর বক্স অফিস ভাগ্য নির্ধারণ করবে।

Share this news on: