হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ১২ গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশত

মোটরসাইকেলের ব্যাটারি কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবলে কয়েকটি গ্রামে সংঘর্ষ হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষটি ১২টি গ্রামে ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথম দফায় পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি কেনা নিয়ে কথাকাটাকাটি হয়।

বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে যোগ দিতে আহ্বান জানাতে থাকে। এক পর্যায়ে তাদের পক্ষ আশপাশের ১২টি গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে যোগ দেয়।

এর মধ্যে বানিয়াগাঁওয়ের পক্ষে আটটি এবং চারগাঁও গ্রামের পক্ষে চারটি গ্রাম সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। প্রথম দফায় পুলিশ চেষ্টা চালিয়েও তা নিয়ন্ত্রণ করতে পারেনি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফের সংঘর্ষের শঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসা ছবি ভাইরাল Apr 04, 2025
img
‘সিকন্দর’ ছবি নিয়ে বলিউডে নীরবতা: সালমন খানের সাক্ষাৎকার ভাইরাল Apr 04, 2025
img
বিশেষ বিবেচনায় ‘বরবাদের’ স্পেশাল লেট নাইট শো Apr 04, 2025
img
ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের সিনেমার যে গান Apr 04, 2025
img
দুবাই বিশ্বকাপ যেভাবে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন বৃদ্ধি করছে Apr 04, 2025
img
পরমদা দারুণ চুমু খায়: কৌশানী Apr 04, 2025
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বনশ্রীর সেই ঘটনার সম্পর্কে কি জানা যাচ্ছে Apr 04, 2025
বিএনপির নেতা–কর্মীরা ‘দেখে নেয়ার’ হু'ম'কি দিচ্ছেন, অ'ভি'যো'গ এনসিপির | টাইমস ফ্ল্যাশ Apr 04, 2025
অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যা বললেন এবি পার্টির সাধারণ সম্পাদক Apr 04, 2025
লালপুরে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ Apr 04, 2025