লালমনিরহাটের বিডিআর রোডের মুক্তিযুদ্ধ স্মৃতি মঞ্চের ম্যুরাল ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে সিপিবি লালমনিরহাট জেলা কমিটি এ কর্মসূচি পালন করে। এতে সিপিবির সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেয় ন্যাপ।
এ সময় বক্তারা এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দারের অপসারণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনা ধ্বংসের চক্রান্ত রুখ’, ‘মহান মুক্তিযুদ্ধের ম্যুরাল ধ্বংসের দায়ভার সরকারকে নিতে হবে’, ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘জেলা প্রশাসকের অপসারণ চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন– সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু, লালমনিরহাট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিরঞ্জন কুমার সিংহ, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মধুসূদন রায়, যুবনেতা গোপাল চন্দ্র রায়, বদিউজ্জামান সোহাগ, ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাবসহ অনেকে।
প্রসঙ্গত, রবিবার (৩০ মার্চ) লালমনিরহাট জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মঞ্চে স্থাপিত ম্যুরালটি জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে।
এফপি/এস এন