ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা।
ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিচ্ছেন ঈদ আনন্দ। এদিকে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান এক পোস্টে জানান, বউ সকালে ডেকে উঠায়নি, সেমাই রান্না করেনি।
ভক্ত-অনুরাগীরা বলছেন নেহাৎ মজা করে এমন পোস্ট দিয়েছে তাশরীফ খান। পোস্টে তাশরীফ লিখেছেন, ‘বউ সকালে ডেকে উঠায় নাই, সেমাই রান্না করে নাই।’
বিয়ে করিনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কাপড় টা গুছায় রাখে নাই এমনকি পা ছুয়ে সালাম পর্যন্ত করে নাই। আর করবেই বা কেমনে, বিয়াই তো করি নাই।’ কমেন্ট বক্সে ফারজান খানম সামিয়া লিখেছেন, ‘আমার হাজবেন্ডও সেইম, আমাকে নিয়ে ঘুরতেও বের হয় নাই। এজন্যই বিয়েই করি নাই।’
আরেকজন লিখেছেন, ‘সমন্বয়করা বিয়ে করে বউয়ের দায়িত্ব কাঁদে নিছে আপনি নেন না কেন।’ এই কমেন্টের জবাবে তাশরীফ মজা করে বলেন, ‘আমি তো দায়িত্ব কাঁধে নেবো না, নেবো একেবারে মাথায়।’
এসএন