ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা

ফোর্বস ২০২৫ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। শুধু তাই নয় তাদের সম্পদের পরিমাণও বেড়েছে।

আসুন, দেখে নেয়া যাক তালিকায় শীর্ষ দশে কারা রয়েছেন এবং তাদের সম্পদের পরিমাণ কত।

১. ইলন মাস্ক। বয়স: ৫৩। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: মোটরগাড়ি। মোট সম্পদ: ৩৪২ বিলিয়ন ডলার।
ইলন মাস্ক সাতটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই।

২. মার্ক জুকারবার্গ। বয়স: ৪০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৬ বিলিয়ন ডলার।
তরুণ উদ্যোক্তা মার্ক জুকারবার্গ ২০০৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন।

৩. জেফ বেজোস। বয়স: ৬১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ২১৫ বিলিয়ন ডলার।
জেফ বেজোস ১৯৯৪ সালে তার সিয়াটল গ্যারেজ থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠা করেন।

৪. ল্যারি এলিসন। বয়স: ৮০। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৯২ বিলিয়ন ডলার।
ল্যারি এলিসন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা, যার তিনি প্রায় ৪০ শতাংশের মালিক তিনি।

৫. বার্নার্ড আর্নল্ট। বয়স: ৭৬। দেশ/অঞ্চল: ফ্রান্স। শিল্প: ফ্যাশন ও খুচরা পণ্য বিক্রেতা। মোট সম্পদ: ১৭৮ বিলিয়ন ডলার।
বার্নার্ড আর্নল্ট লুই ভুটন ও সেফোরাসহ ৭৫টি ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ড এলভিএমএইচের মালিক।

৬. ওয়ারেন বাফেট। বয়স: ৯৪। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: অর্থ ও বিনিয়োগ। মোট সম্পদ: ১৫৪ বিলিয়ন ডলার।
‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ওয়ারেন বাফেট সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে খ্যাত।

৭. ল্যারি পেজ। বয়স: ৫২। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৪৪ বিলিয়ন ডলার।
ল্যারি পেজ ২০১৯ সালে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বোর্ড সদস্য ও একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে রয়ে গেছেন।

৮. সের্গেই ব্রিন। বয়স: ৫১। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১৩৮ বিলিয়ন ডলার।
সের্গেই ব্রিন ২০১৯ সালের ডিসেম্বরে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এখনও বোর্ড সদস্য এবং একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

৯. আমানসিও ওর্তেগা। বয়স: ৮৯। দেশ/অঞ্চল: স্পেন। শিল্প: ফ্যাশন ও খুচরা বিক্রেতা। মোট সম্পদ: ১২৪ বিলিয়ন ডলার।
স্পেনের নাগরিক আমানসিও ওর্তেগা বিশ্বের অন্যতম ধনী পোশাক খুচরা বিক্রেতা।

১০. স্টিভ বলমার। বয়স: ৬৯। দেশ/অঞ্চল: মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প: প্রযুক্তি। মোট সম্পদ: ১১৮ বিলিয়ন ডলার।
স্টিভ বলমার হলেন মাইক্রোসফটের সাবেক প্রভাবশালী প্রধান নির্বাহী (সিইও) যিনি ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ছয় মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে ২.৩৩% Apr 04, 2025
img
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Apr 04, 2025
img
অতিরিক্ত ভাড়া নেওয়ায় বরিশালে বাসের তিনটি টিকিট কাউন্টারকে জরিমানা Apr 04, 2025
img
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা Apr 04, 2025
img
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার Apr 04, 2025
img
অপসারিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন, নির্বাচন ৬০ দিনের মধ্যে Apr 04, 2025
img
দেখে নিন আজকের সকল দেশের টাকার রেট Apr 04, 2025
img
অদ্ভুতুড়ে বোলিং অ্যাকশন, উইকেট নিলেন দু'হাতে Apr 04, 2025
img
ট্রাম্পের শুল্ক ঘোষণায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সবচেয়ে বড় পতন Apr 04, 2025
img
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত Apr 04, 2025