কোনো ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না। জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
 
তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু, মুসলিম কিংবা মেজরিটি-মাইনরিটি বলে কিছু থাকবে না। দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণ খুলে দেখতে চাই।

বুধবার (২ এপ্রিল) খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বানিয়াখালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে, আমরা সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত পঙ্গুত্ববরণকারীদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

তিনি বলেন, দেশে আইনের শাসন কায়েম করে খুন, ধর্ষণ, চাঁদাবাজি—এসব বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে। তাকওয়াপূর্ণ সমাজবিনির্মাণে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসাভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে ও হারুনুর রশিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুলইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

এদিন বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুখতার হুসাইন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, ড. একরাম উদ্দিন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, এস এম মাহবুবুর রহমান প্রমুখ।
অপরদিকে ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকাস্থ ডুমুরিয়া-ফুলতলা কল্যাণ পরিষদের উদোগ্যে সরকারি শাহ্পুরমধুগ্রাম কলেজ অডিটরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পূনর্মিলনী পরিষদের সভাপতি সরদার আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সিমঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদসদস্য শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, হাফেজ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, জেলা ছাত্র শবির সভাপতি ইউসুফ ফকির, পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম আল ফয়সাল, ড. একরাম উদ্দিন সুমন।

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মওলানা মুখতার হুসাইন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মাওলানা কামারুজ্জামান, ড. মাওলানা আমিনুল ইসলাম, ডা. আবু এসানুর, শরিফুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।

এদিন সকাল সাড়ে ১০টায় শাহপুর ভ্যাটার্নিটি কলেজে ও সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা অডিটোরিয়ামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনশক্তিদের নিয়ে ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

সেক্রেটারি জেনারেল বলেন, আজ সবচেয়ে বড় প্রয়োজন-জাতীয়স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।

তিনি বলেন, প্রতিবেশি রাষ্ট্রের কাছে আমরা মাথা নত করতে চাই না। সেজন্য সব দলের এক জায়গায় এসে মহা ঐক্য গঠনের জন্য আহবান জানাচ্ছি। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ও ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ তায়ালা জালিমের হামলা থেকে মুক্ত করে দেন।
  

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
মাদারীপুরে সিটি সুপার মার্কেটে আগুন, পুড়ল ২৫ দোকান Apr 04, 2025
img
ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক শুরু Apr 04, 2025
img
রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ Apr 04, 2025
img
দুই সতিনের ঝগড়ার পর ঘরে আগুন Apr 04, 2025
img
ছয় মাসে বাজেট বাস্তবায়নের হার বেড়েছে ২.৩৩% Apr 04, 2025
img
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Apr 04, 2025
img
অতিরিক্ত ভাড়া নেওয়ায় বরিশালে বাসের তিনটি টিকিট কাউন্টারকে জরিমানা Apr 04, 2025
img
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা Apr 04, 2025
img
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামী গ্রেফতার Apr 04, 2025
img
অপসারিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন, নির্বাচন ৬০ দিনের মধ্যে Apr 04, 2025