চসিকের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আটক

চসিকের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ

গতকাল বুধবার (২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরএ

Share this news on: