ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই

শিলংয়ে যতগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশ তাতে ভারতের বিপক্ষে জয় পাওয়াটা প্রাপ্যই ছিল হামজা চৌধুরী-মিতুল মারমাদের। সেই আক্ষেপ থাকলেও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষকে রুখে দেওয়ার পুরস্কারই পেয়েছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ড্র করায় দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। অর্থাৎ ১৮৫তম পরিবর্তে এখন বাংলাদেশের স্থান ১৮৩তম।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। ১৯৯৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১১০ নম্বরে ছিল। আর ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭ নম্বর পর্যন্ত পৌঁছেছিল বাংলাদেশ। ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে ৫.৩৫ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

এতে বর্তমানে মোট পয়েন্ট ৯০৪.১৬।

অন্যদিকে ড্র করে এক ধাপ পিছিয়েছে ভারত। তাদের বর্তমান অবস্থান এখন ১২৭ নম্বর। এশিয়ার মধ্যে সবার ওপরে আছে জাপান।

১৫ নম্বরে আছে সূর্যোদয়ের দেশটি। আর সব মিলিয়ে যথারীতি শীর্ষেই আছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৮.৯১ পয়েন্ট বাড়িয়ে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বর্তমানে লিওনেল মেসিদের পয়েন্ট ১৮৮৬.১৬। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৭৭৬.০৩ পয়েন্টে ৫ নম্বরে আছে।

এক ধাপ উন্নতিতে ফ্রান্সকে তিনে নামিয়ে দুইয়ে জায়গা পেয়েছে স্পেন। আর শীর্ষ পাঁচের চারে আছে ইংল্যান্ড।

এসএন 

Share this news on: