এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু

ছাত্র-জনতার আন্দোলনের ফলেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই যদি এই সরকার ব্যর্থ হয়, তবে শহীদদের রক্ত বৃথা যাবে, বলেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষ্যে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার পদক্ষেপ নেবে। পরবর্তী সিদ্ধান্ত দল কী নেবে আমার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।

তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে সরকার। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা ফ্যাসিবাদ, তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

দেশে কবে উদযাপিত হতে পারে ঈদুল আজহা? Apr 05, 2025
বাংলাদেশি নাগরিকদের ভিসা সহজ করতে থাই প্রধানমন্ত্রীর আশ্বাস Apr 05, 2025
পরিমনি ইস্যুতে সাংবাদিকের সঙ্গে তর্ক পুলিশের Apr 05, 2025
ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা | টাইমস ফ্ল্যাশ Apr 05, 2025
মার্কিন যু'দ্ধ'বি'মা'নে'র ওপর উপসাগরীয় দেশগুলোর নি'ষে'ধা'জ্ঞা Apr 05, 2025
শুল্ক বাড়িয়ে কি বিপদ ডেকে আনলেন ট্রাম্প? Apr 05, 2025
পরিমনির অ'ভি'যো'গ নিয়ে গৃহকর্মী ও এজেন্সি কর্তৃপক্ষের কল রেকর্ড Apr 05, 2025
গণমাধ্যমে পরিমনির করা অ'ভি'যো'গে'র বিপরীতে যা বললেন গৃহকর্মী Apr 05, 2025
গৃহকর্মীকে যেভাবে নি'র্যা'ত'ন করেছিল পরিমনি Apr 05, 2025
ফ্যান্টাসি'তে নাচলেন নুসরাত ফারিয়া Apr 05, 2025