এবার নাচ নয়, শুধু ‘টাচ’, উর্বশীর ঘোষণা

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রীদের মধ্যে উর্বশী রাউতেলা অন্যতম। অভিনয়ের চেয়ে তিনি বেশি পরিচিত ব্যতিক্রমী ফ্যাশন ও বোল্ড লুকের জন্য।

বলিউড সিনেমায় এখন খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী, মডেল এবং সৌন্দর্য প্রতিযোগিতার খেতাবধারী উর্বশা রাউতেলা মূলত হিন্দি এবং তেলেগু ছবিতে কাজ করেন।

২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করার পর খ্যাতি অর্জন করেন। মাত্র ১৫ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন এবং এর আগে ২০০৯ সালে মিস টিন ইন্ডিয়া খেতাবও জিতেছিলেন।
তবে বেশ কয়েক সপ্তাহ ধরেই সমালোচনার তুঙ্গে রয়েছেন উর্বশী রাউতেলা। নেপথ্যে তাঁর অভিনীত ছবি ‘ডাকু মহারাজ’। 

তেলুগু ভাষার এই সিনেমায় ‘দাবিডি দিবিডি’ নাচের জন্য প্রবল রোষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে উর্বশীর ‘দাবিডি দিবিডি’ গানে নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। কী ভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়?

গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটপাড়ার একটা বড় অংশ। অভিযোগ, যেভাবে অভিনেত্রী নেচেছেন তা বড়ই অশালীন। যদিও অভিনেত্রী উর্বশীর মত ভিন্ন। নাচের জন্য নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করছেন অভিনেত্রী।   

নাচ নিয়ে তার বিভিন্ন সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির প্রচারে তিনি এমনই একরোখা, যে প্রশ্নই করা হোক উর্বশী উত্তর দেন নিজের ছবিকে কেন্দ্র করেই। বক্স অফিসে ছবি নাকি সফল হয়েছে, এমনই দাবি প্রযোজকদের। উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তাঁর ছবি। সাফল্য এলে তার কাঁটাছেড়া হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে দিন কয়েক যেতে না যেতেই মত বদল করেছেন অভিনেত্রী। ঘোষণা দিয়েছেন, তিনি নাকি আর নাচবেন না।এবার থেকে শুধু ‘টাচ’ করবেন। আর তাতেই আগুন জ্বলবে, উষ্ণতার পারদ চড়বে।

দাবিড়ি দিবিড়ি’ পর্ব অতীত হতেই ফের স্বমহিমায় উর্বশী রৌতেলা। আবারও ‘টাচ কিয়া’ আইটেম গানে তিনি। গেলো বুধবার প্রকাশ্যে এসেছে সানি দেওল অভিনীত ‘জাট’ ছবির একটি গান। সেখানে ফের লাস্যময়ী উর্বশীর জৌলুস দেখে নড়ে বসেছে বলিউড। সেই গানের প্রথম পঙ্‌তিতে স্বল্পবসনা অভিনেত্রীর আশ্বাস, ‘দিল তুঝকো হি দুঙ্গা’।   

কুমারের লেখা এবং মধুবন্তী বাগচী এবং শহিদ মাল্যের গাওয়া এই ট্র্যাক ইতিমধ্যেই চর্চায়। দর্শকদের মতে, ‘ডাকু মহারাজ’-এর মতো এই গানেও যথেষ্ট উত্তেজক নাচ নেচেছেন উর্বশী। যার জেরে আগের ছবির গান ছবিমুক্তির সময় বাদ পড়েছিল। যদিও ‘দাবিড়ি দিবিড়ি’র দৌলতেই ‘ডাকু মহারাজ’ মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পা রেখেছিল।

উর্বশী ‘টক অফ দ্য টাউন’। সিনেপ্রেমীদের মতে, এই গানের হাত ধরে ‘জাট’ কতখানি বাণিজ্যিক সাফল্য লাভ করবে সেটাই দেখার। পাশাপাশি তাঁদের এটাও শঙ্কা, আবারও আগের মতো ছবিমুক্তির সময় উর্বশীর গানে কাঁচি পড়বে না তো? ছবিতে সানি ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিংহ, রেজ়িনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের এবং স্বরূপা ঘোষ। পরিচালনায় গোপীচাঁদ মালিনেনি। আসছে ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। এ দিকে গান শুনে চুপ করে নেই নিন্দকেরাও।

তাঁদের কটাক্ষ, ‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমুরী, ‘জাট’ ছবিতে সানি দেওল। উর্বশী কি শুধু বয়স্ক নাগরিকদেরই পছন্দ করেন?

আরএ/টিএ

Share this news on: