মুম্বাইয়ে জনসমুদ্রের মুখে বিপাকে রণবীর, উদ্ধার করল পুলিশ
মোজো ডেস্ক 07:13PM, Apr 03, 2025
জনসাধারণের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই তারকাদের জন্য মঙ্গলজনক। কেননা হঠাৎ পর্দার মানুষকে চোখের সামনে দেখে উন্মাদনা বাধ ভাঙে। যা হয়ে পড়ে সেলিব্রেটিদের জন্য বিড়ম্বনার কারণ। সম্প্রতি এরকম ঘটেছে বলিউড তারকা রণবীর সিংয়ের সঙ্গে। মুম্বাইয়ের রাস্থায় বেরিয়ে বিপাকে পড়েন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক অনুষ্ঠান স্থল থেকে বের হতেই রণবীরকে ঘিরে ধরে জনসাধারণ। মুহূর্তেই জনসমুদ্র পরিণত হয়। প্রিয় তারকাকে নিয়ে শুরু হয় রীতিমতো কাড়াকাড়ি।
ভিড়ের মধ্যে কেউ হাত ধরে টানতে থাকেন, আবার কেউ পেটে খোঁচাও দেন। এমন পরিস্থিতিতে হতভম্ব হয়ে যান অভিনেতা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে, ভিড় ঠেলে গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেগ পেতে হচ্ছিল রণবীর সিংকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বেশ কিছুদিন হলো হিট ছবির দেখা নেই রণবীরের। হাতে ছিল ডন ৩-এর কাজ। সেটিও পিছিয়ে গেছে। এর বাইরে যে ছবিগুলোতে তার কাজের কথা সেগুলোর ক্যামেরা, লাইট জ্বলে উঠতে সময় প্রয়োজন।