মাত্র ২৭ বছর বয়সে জান তেরে নাম সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে দারুণ অভিষেক করেছিলেন রণিত রায়। কিন্তু সফলতার পরেও তার জীবন ছিল এক টানাপোড়েনের গল্প। ক্ষুধা, দারিদ্র্য এবং মদ্যপানে ডুবে গিয়েছিলেন তিনি। তবে, এক বন্ধুর পরামর্শে শুরু করেছিলেন সুরক্ষা সংস্থা, যা আজ অনেক বলিউড তারকাদের নিরাপত্তা সেবা প্রদান করে।
রণিত রায় বলেন, "প্রথম ছবির সাফল্যের পরই আমি একেবারে হারিয়ে গিয়েছিলাম। কাজ পাচ্ছিলাম না, আর টাকার অভাবে নিজের খাবার কিনতেও সমস্যা হচ্ছিল। আমার জীবনে এক পর্যায়ে মদ্যপান শুরু হয়, যা আরও কঠিন পরিস্থিতি তৈরি করেছিল।"
রণিত জানালেন, "এটা ছিল এক কঠিন সময়। আমি ভেবেছিলাম আমি আর কিছু করতে পারব না। তখন আমি টেলিভিশনে কাজ করার সিদ্ধান্ত নিলাম, তবে এটি কোনো 'স্থানান্তর' ছিল না, এটা ছিল বেঁচে থাকার লড়াই।"
এক বন্ধু তাকে সুরক্ষা সংস্থা শুরু করার পরামর্শ দেন। "আমার নাম ও চেহারার কিছু মান ছিল, আর সেটা আমি কাজে লাগাতে শুরু করি," রণিত জানান। সেই থেকে শুরু হয় তার নতুন জীবন।
টেলিভিশনে শো কসৌটি জিন্দেগি কে ও বন্দিনী দিয়ে দর্শকদের মনে স্থান পেয়েছিলেন তিনি। আজ, রণিত রায় টেলিভিশনের অন্যতম শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত তারকা, যা তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
রণিত রায়ের গল্প প্রমাণ করে যে, হতাশার গভীরে থেকেও কীভাবে মানুষ নিজেকে আবার শীর্ষে পৌঁছে দিতে পারে। তার জীবন সত্যিই অনুপ্রেরণাদায়ক।