কপিল নন, ভারতীয় কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে ধনী ইনি

কপিল শর্মা ভারতের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান, এটি সবাই জানে। তার কমেডি শো, স্টেজ পারফরম্যান্স এবং সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন।

কপিল শর্মা ভারতের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান, এটি সবাই জানে। তার কমেডি শো, স্টেজ পারফরম্যান্স এবং সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন। অনেকেই মনে করেন, তিনিই ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান। তবে বাস্তবে এমন একজন কিংবদন্তি আছেন, যিনি কপিলের থেকেও অনেক বেশি সম্পত্তির মালিক।

টলিউডে ‘কিং অফ কমেডি’ নামে পরিচিত তেলুগু অভিনেতা ব্রহ্মানন্দম বর্তমানে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান হিসেবে পরিচিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি, যা তাঁকে শুধু ভারতের সমস্ত কমেডিয়ানের চেয়ে ধনী করে তুলেছে তাই নয়, বরং রণবীর কাপুর (৩৫০ কোটি), প্রভাস (৩০০ কোটি) এবং এমনকি রজনীকান্ত (৪০০ কোটি) -এর মতো শীর্ষস্থানীয় অভিনেতাদের থেকেও বেশি সম্পদের মালিক করেছে। এক হাজারেরও বেশি সিনেমায় কাজ!

ডিএনএ এবং মানিকন্ট্রোল-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মানন্দম তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারের বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর নেটওয়ার্থ প্রায় ৬০ মিলিয়ন ডলার, যা তাঁকে ভারতের অন্যতম ধনী বিনোদনশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতের অন্যান্য কমেডিয়ানদের মধ্যে কেউই তাঁর কাছাকাছি পৌঁছাতে পারেননি। কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ যেখানে ৩০০ কোটি, সেখানে ব্রহ্মানন্দমের সম্পত্তির পরিমাণ অনেক বেশি।

ব্রহ্মানন্দমের ক্যারিয়ারের শুরুর গল্প বেশ আকর্ষণীয়। তিনি মূলত অন্ধ্রপ্রদেশের একটি কলেজে লেকচারার ছিলেন। এরপর ৮০-র দশকে থিয়েটার শিল্পী হিসেবে তাঁর বিনোদন জগতে প্রবেশ ঘটে। নকল করার দক্ষতার জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন এবং ১৯৮৫ সালে টেলিভিশন ও ১৯৮৭ সালে সিনেমার জগতে পা রাখেন। তাঁর অভিনীত ‘আহা না পেলান্তা!’ সিনেমাটি ব্যাপক সাফল্য এনে দেয়, যার পর থেকে তিনি একের পর এক বড় অফার পেতে থাকেন।

৯০-এর দশকে ব্রহ্মানন্দম এতটাই জনপ্রিয় ছিলেন যে, প্রায় প্রতিটি তেলুগু সিনেমায় তাঁকে দেখা যেত। পরিচালক ও প্রযোজকরা তাঁকে সিনেমার অপরিহার্য অংশ বলে মনে করতেন। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাঁর পারিশ্রমিকও। ২০১২ সালে ব্রহ্মানন্দম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান, কারণ তিনি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করার কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০২০ সালের মধ্যে তিনি প্রেম নাজিরকে পেছনে ফেলে সর্বাধিক সিনেমা ক্রেডিটের মালিক হন।

বয়স ৬০-এর কোঠায় পৌঁছালেও ব্রহ্মানন্দম এখনও চলচ্চিত্রে অভিনয় করছেন, যদিও আগের মতো অত বেশি সিনেমা করছেন না। তবে, তাঁর পারিশ্রমিক এখনো প্রিমিয়াম স্তরে রয়েছে, যা প্রমাণ করে যে, তিনি এখনও টলিউডের অর্থাৎ তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেতা। এর কথায় ভারতের কমেডি জগতে তাঁর যে রাজত্ব, তা এখনও অটুট!

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের! Apr 18, 2025
img
মমতার অভিযোগ উড়িয়ে দিল ঢাকা Apr 18, 2025
img
যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার Apr 18, 2025
img
‘অনেক পরিচিত ক্রিকেটার আমাকে তাদের নগ্ন ছবি পাঠাত’ Apr 18, 2025
img
কবে আসছে আমিরের ‘সিতারে জমিন পার’? Apr 18, 2025
img
আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু Apr 18, 2025
img
কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সি-ট্রাক চলাচল শুরু Apr 18, 2025
img
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Apr 18, 2025
img
অপহরণের পর কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার Apr 18, 2025
img
পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত Apr 18, 2025