কোহলিকে বল করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সিরাজ

ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল যখন মহম্মদ সিরাজের হাতে বল আসে। এক সময় যিনি ছিলেন বিরাট কোহলির সতীর্থ এবং আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আজ তিনি গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামেন। তবে, পুরনো দিনের স্মৃতি এখনও তাঁকে তাড়া করে। এবং সেই স্মৃতিই যেন প্রভাব ফেলেছিল একটি বিশেষ মুহূর্তে।

বুধবার বেঙ্গালুরুতে একটি আইপিএল ম্যাচ চলাকালে বিরাট কোহলিকে বল করার সময় সিরাজ আচমকা থেমে যান। তাঁর চোখে যেন কিছুটা অশ্রু জমে ছিল। সবার প্রশ্ন, সত্যিই কি কেঁদে ফেলেছেন সিরাজ? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তটি ভাইরাল হয়ে যায় এবং এই ভিডিও সকলের মন ছুঁয়ে যায়।

সিরাজের কেরিয়ারে কোহলির অবদান অপরিসীম। সাত বছরের সম্পর্ক, একসাথে খেলা, আরসিবিতে কোহলির অধিনায়কত্বের সময় সিরাজ যেমন নিজের ক্রিকেট জীবন গড়েছিলেন, তেমনই কোহলি ছিল তাঁর পরামর্শদাতা, গাইড এবং এক প্রকার অভিভাবক। সিরাজও নিজে অনেকবার বলেছেন, কোহলির সাহায্য ছাড়া তাঁর ক্রিকেট কেরিয়ার এতটা সাফল্যমণ্ডিত হত না। আর সেই বিশেষ সম্পর্কের প্রতি সিরাজের আবেগই দেখা গেল এই ম্যাচের সময়।

অবশ্য, সিরাজ ম্যাচের পর বলেন, 'এটা ছিল আবেগপ্রবণ মুহূর্ত। দীর্ঘ সাত বছর আরসিবিতে খেলার পর আমি এবার অন্য দলে। স্নায়ুর চাপ ছিল, তবে আমি পেশাদারিত্বের সাথেই খেলেছি।' যদিও তাঁর পেশাদার মানসিকতা ছিল, তবুও এই আবেগ ছিল একেবারেই অমূলক।

সিরাজের এই মুহূর্তটি ভারতীয় ক্রিকেটের এক নতুন দৃষ্টিকোণ তুলে ধরে, যেখানে প্রতিযোগিতা এবং বন্ধুত্বের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। সেসব স্মৃতি কখনোই মুছে যাবে না, এবং সিরাজের জন্য কোহলি আজও একটি বিশেষ জায়গায়।

আজকের ম্যাচে সিরাজ গুজরাত টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএল ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে জয় এনে দেন। কিন্তু, বিরাট কোহলির প্রতি তাঁর আবেগ ও শ্রদ্ধা স্পষ্ট হয়ে উঠেছে, যা দর্শকদের মন জয় করেছে।

 এমআর/টিএ

Share this news on: