প্রায় এক দশক কেটে গেছে, কিন্তু ২০১৩ সালের প্রেমকাহিনি ‘আশিকি ২’-এর আবেগ ও সুর আজও যেন বাজে দর্শক-শ্রোতার মনে। সেই সিনেমার কেন্দ্রীয় জুটি, শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর তাদের অনস্ক্রিন রোমাঞ্চ দিয়ে এক প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন ভালবাসার প্রতীক। এবার শোনা যাচ্ছে, আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন এই জনপ্রিয় জুটি।
যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এক নতুন রোম্যান্টিক ছবির প্রস্তাব নিয়ে কথাবার্তা চলছে শ্রদ্ধা ও আদিত্যর সঙ্গে। দু’জনেই নাকি স্ক্রিপ্ট পড়েছেন এবং প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছেন। এই খবরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ‘আশিকি ২’-এর ভক্তরা।
প্রসঙ্গত, ‘আশিকি ২’ মুক্তির পর শ্রদ্ধা ও আদিত্য শুধু সুপারহিট জুটি হিসেবেই প্রতিষ্ঠিত হননি, সেই ছবি তাঁদের কেরিয়ারে মোড় ঘোরানোও হয়ে উঠেছিল। ছবির হৃদয়বিদারক প্রেম, আবেগময় অভিনয় এবং দুর্দান্ত সঙ্গীত আজও ভুলতে পারেননি অনেকে। জিত গাঙ্গুলী, মিথুন ও অঙ্কিত তিওয়ারির সুরে তৈরি গানগুলো আজও জনপ্রিয়তায় শীর্ষে।
বর্তমানে শ্রদ্ধা কাপুর ব্যস্ত রয়েছেন তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’ নিয়ে, যেখানে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন। এই হরর-কমেডি ছবিটি দর্শকেরা সাদরে গ্রহণ করেছেন। অন্যদিকে, আদিত্য রায় কাপুর শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের থ্রিলার ছবি ‘গুমরাহ’-তে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
এসএম/টিএ