প্রেমের নতুন গল্পে আবার পর্দায় ফিরছেন শ্রদ্ধা-আদিত্য?

প্রায় এক দশক কেটে গেছে, কিন্তু ২০১৩ সালের প্রেমকাহিনি ‘আশিকি ২’-এর আবেগ ও সুর আজও যেন বাজে দর্শক-শ্রোতার মনে। সেই সিনেমার কেন্দ্রীয় জুটি, শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর তাদের অনস্ক্রিন রোমাঞ্চ দিয়ে এক প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন ভালবাসার প্রতীক। এবার শোনা যাচ্ছে, আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন এই জনপ্রিয় জুটি।

যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এক নতুন রোম্যান্টিক ছবির প্রস্তাব নিয়ে কথাবার্তা চলছে শ্রদ্ধা ও আদিত্যর সঙ্গে। দু’জনেই নাকি স্ক্রিপ্ট পড়েছেন এবং প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছেন। এই খবরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ‘আশিকি ২’-এর ভক্তরা।

প্রসঙ্গত, ‘আশিকি ২’ মুক্তির পর শ্রদ্ধা ও আদিত্য শুধু সুপারহিট জুটি হিসেবেই প্রতিষ্ঠিত হননি, সেই ছবি তাঁদের কেরিয়ারে মোড় ঘোরানোও হয়ে উঠেছিল। ছবির হৃদয়বিদারক প্রেম, আবেগময় অভিনয় এবং দুর্দান্ত সঙ্গীত আজও ভুলতে পারেননি অনেকে। জিত গাঙ্গুলী, মিথুন ও অঙ্কিত তিওয়ারির সুরে তৈরি গানগুলো আজও জনপ্রিয়তায় শীর্ষে।

বর্তমানে শ্রদ্ধা কাপুর ব্যস্ত রয়েছেন তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’ নিয়ে, যেখানে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন। এই হরর-কমেডি ছবিটি দর্শকেরা সাদরে গ্রহণ করেছেন। অন্যদিকে, আদিত্য রায় কাপুর শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের থ্রিলার ছবি ‘গুমরাহ’-তে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী Apr 11, 2025
img
সততা ও দেশপ্রেমে ন্যায় প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য: শিবির সভাপতি Apr 11, 2025
১ বলে ৬ রান লাগলে রিয়াদকে ব্যাটিংয়ে পাঠাবেন ক্রীড়া উপদেষ্টা Apr 11, 2025
NCP নেতা কর্মীরা ইলেকশন ভাইবের মধ্যে চলে গেছে " Apr 11, 2025
আরাকান আর্মির হাতে ব''ন্দী বাংলাদেশি জেলেদের মুক্তি নিয়ে উ''দ্বে'গ Apr 11, 2025
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আ'ত'ঙ্কি'ত জনসাধারণ Apr 11, 2025
সালমান এফ রহমানের গো'প'ন চক্র ফাঁ'স করলেন আল-জাজিরা সাংবাদিক Apr 11, 2025
বিগত সরকারের বিদ্যুৎ চু'রির তথ্য ফাঁ''স করলেন সাবেক ছাত্রলীগ নেতা Apr 11, 2025
লাগামহীনভাবে চলছে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় Apr 11, 2025
বি'ক্ষো'ভ সমাবেশে যা বললেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের Apr 11, 2025