ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি মন্তব্য করেছেন যে, যদি মুসলিম দেশগুলো একত্রিত হয়, তাহলে কোনো শত্রু শক্তি তাদের ওপর জুলুম বা হামলা চালাতে পারবে না। তিনি এই মন্তব্যটি করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে। পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি শক্তিশালী হলে সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের ওপর নির্যাতন চালানোর সাহস পাবে না।
এদিকে, মাহদি আল-মাসহাতও ইরানের অবস্থানকে প্রশংসিত করেছেন, এবং বলেছেন যে ইরান মুসলিম বিশ্বে ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই আলোচনা সেই সময়ে হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে, যা সাধারণ মানুষের হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া, চীনে অনুষ্ঠিত একটি বৈঠকে রাশিয়া, চীন এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে এবং ইরানের পারমাণবিক ইস্যুতে সমর্থন প্রকাশ করেছে। তারা একসঙ্গে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান কূটনৈতিকভাবে মুসলিম ঐক্য এবং আন্তর্জাতিক সমর্থন শক্তিশালী করতে কাজ করছে, যা তার জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাবকে আরো দৃঢ় করবে।
এসএস