চোট সারিয়ে উঠেছেন, তবে জাসপ্রিত বুমরাহ এখনও ফিট নন। খুশির সঙ্গে দুঃখ পাওয়ার মতো একটা তথ্য দিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম—পুনর্বাসনের শেষধাপে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা, ফিরতে পারবেন; তবে মাঠে ফিরতে অপেক্ষা বাড়ছে। সেই অপেক্ষা ফুরাতে আরও দুটি কিংবা তিনটি আইপিএল ম্যাচ খেলে ফেলতে পারে মুম্বাই।
পিঠের চোট বড্ড ভোগাচ্ছে বুমরাহকে। বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকে এখনো মাঠের বাইরে। ভারতের অন্যতম বোলিং অস্ত্র খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। পিঠের চোটের যা অবস্থা, তাতে বুমরাহর নির্বাসন বেড়েই চলেছে। আইপিএলে এখনও তিনি মাঠের বাইরে। তবে গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নামার আগে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুনিয়েছিলেন আশার কথা, ‘খুব দ্রুত ফিরবেন বুমরাহ।’
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বুমরাহ। বোলিং করতে পারছেন। চোটও প্রায় সেরে উঠেছে। তবে রিহ্যাবের শেষ ধাপে থাকায় আগামী আরও কয়েকটা ম্যাচে তাকে পাবে না মুম্বাই।
রিপোর্ট অনুযায়ী, বুমরাহ বর্তমানে বিসিসিআইয়ের এক্সেলেন্স সেন্টারে তার ফিটনেস পরীক্ষার শেষ ধাপে রয়েছেন। আইপিএলে মুম্বাইয়ের পরবর্তী তিন ম্যাচের পর তাকে মাঠে দেখা যেতে পারে। বুমরাহ আশাবাদী, মুম্বাইও তার দিকে তাকিয়ে আছে তীর্থের কাকের মতো।
২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন বুমরাহ। প্রথম থেকেই মুম্বাইয়ের দলে। এখন অবধি ১৩৩ ম্যাচে নিয়েছেন ১৬৫ উইকেট। তবে চোটের জন্য ২০২৩ আইপিএল খেলতে পারেননি বুমরা। এবারও তাকে নিয়ে শঙ্কা। মুম্বাইয়ের জন্য বুমরাহকে ঝুঁকির মাঝে ফেলতে চায় না ভারতের ক্রিকেট বোর্ড। তাই একটু রয়েসয়ে সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। আইপিএল শেষেই ভারত মোকাবেলা করবে ইংল্যান্ডের। সেখানে বুমরাহকে খেলাতে চায় ভারত।
এফপি/এসএন