ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার বাস যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বরগুনা পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনীর সদস্যরা। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাউন্টার ছেড়ে পালিয়ে যান বাসের টিকিট বিক্রেতারা।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টায় বরগুনা পৌর বাস টার্মিনালে এই অভিযান চালানো হয়।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নৌবাহিনীর সদস্যরা।
যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে তারা চাপের মুখে আছেন। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের থেকে বাস টিকিট বিক্রেতারা বিআরটিএ নির্ধারিত ভাড়া থেকে ২০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত আদায় করছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর সদস্যরা টার্মিনালে অভিযান শুরু করেন।
এ সময় ঢাকাগামী যাত্রীদের সঙ্গে কথা বলে এবং টিকিট চেক করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান তারা। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ টিকিট বিক্রেতারা কাউন্টার ছেড়ে পালিয়ে যান, ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে, যাত্রীদের ফের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য বিভিন্ন বাসের স্টাফদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
ঢাকাগামী যাত্রী সুবর্ণা আক্তার বলেন, গতকাল ৮০০ টাকা ভাড়া নেওয়া হলেও আগে এক টিকিট ১,২০০ টাকা বিক্রি করা হয়েছিল। আজও একই অবস্থা, আমাদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।
ঢাকাগামী যাত্রী মো. রাসেল অভিযোগ করে বলেন, টিকিটের অতিরিক্ত ভাড়া কমানোর অনুরোধ করলেও তারা রাজি হয়নি। আমরা গরীব মানুষ, অতিরিক্ত টাকা খরচ করার সামর্থ্য আমাদের নেই।
গ্রীনভিউ পরিবহনের যাত্রী মো. সাকিব বলেন, আমি ২,৮০০ টাকায় দুটি টিকিট কিনেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে জানলাম ১,০০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। অতিরিক্ত টাকা ফেরত চাইলে তারা বলেছে, নন-এসি গাড়ির ভাড়া কমানো হয়েছে।
ঈদের পর বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ বিভাগ যৌথভাবে অভিযানে নেমেছে। তবে প্রশাসনের অনুপস্থিতিতে পরিবহন কর্তৃপক্ষ পুনরায় অতিরিক্ত ভাড়া আদায় শুরু করে।
এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, আমরা যাত্রীদের অবহিত করেছি, অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হলে তারা ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জানাতে পারেন। কেউ যেন যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য অভিযান অব্যাহত থাকবে।
এসএন