পুত্র সালমান খান বাবা সেলিম খানের নয়নের মণি। তারকা তার সব সিদ্ধান্তেই পাশে পান বাবাকে। তবে ভুল কিছু করলে কড়া শাসনেও থাকতে হয় তাকে।
যত বড়ই হয়ে যাক না কেউ, বাবা-মায়ের কাছে চিরকাল শিশুটিই থাকেন। যেমন সালমান খান। সবার কাছে তিনি হতেই পারেন ‘ভাইজান’। হতেই পারেন সুপার তারকা। কিন্তু নিজের বাবার কাছে সেই ছোট্ট ছেলেটাই রয়ে গিয়েছেন। তাই আজও বেচাল দেখলেই সলমনের সঙ্গে কথা বন্ধ করে দেন সেলিম। এটাই শাস্তি। এই শাস্তিকেই ভয় পান সালমান। এমনও হয়েছে সালমান ভুলের জন্য তাঁকে শাস্তি দিতে ছ’মাস তাঁর সঙ্গে কথা বন্ধ করেছিলেন সেলিম।
এ প্রসঙ্গে এক ইন্টারভিউতে সম্প্রতি সেলিম বলেছেন, ‘এমনটা ঘটেছে। সালমান যদি এমন কিছু করে, যা আমার অপছন্দ, শাসন করতে ওর সঙ্গে কথা বলাই বন্ধ করে দিই। এমনও ঘটেছে, আমরা একই ঘরে আছি। আমি জানালার দিকে তাকিয়ে, সালমান ঘরে ঢুকেছে, আমার দিকে না তাকিয়েই চলে গিয়েছে। তার পর নিজেই ফিরে এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছে, ‘ভুল করেছি, ক্ষমা করে দাও। তোমার সঙ্গে কথা না বলে চলে যাওয়াটা ঠিক হয়নি আমার।’
সাফল্যের উচ্চতা স্পর্শ করলে অনেক সময়ই মানুষের মধ্য দম্ভ কাজ করে। সেই দম্ভ যাতে ডানা মেলতে না পারে, সেই বিষয়টি দেখার দায়িত্ব বাবা-মায়েরই— এমনটা মনেপ্রাণে বিশ্বাস করেন সেলিম। বলেছেন, ‘আমি এই শাসন বহাল রেখেছি আমার ছেলেমেয়েদের ক্ষেত্রে। ছেলেমেয়েরা সফল হলে ছোট ছোট বিষয় তোয়াক্কা করা ছেড়ে দেয়। এমনটা হওয়া উচিত না।’