আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

মিয়ানমারে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ১.৯ থেকে ৫.৬-এর মধ্যে।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রাত ১০টা ২৫ মিনিটে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৬। এটি ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছিল। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের মুয়াং জেলার উত্তর-পূর্ব দিকে, প্রায় ২৭৬ কিলোমিটার দূরে।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে থাইল্যান্ডের সবচেয়ে নিকটবর্তী ভূমিকম্পটি ঘটেছিল, যার মাত্রা ছিল ২.৬ এবং গভীরতা মাত্র ১ কিলোমিটার ছিল। এটি মায়ে হং সনের পাং মাফা জেলার প্রায় ৪০ কিলোমিটার দূরে ছিল।

থাই ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, এসব ভূমিকম্পের কম্পন মায়ে হং সন এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রভাবের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভূমিকম্পপ্রবণ এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নির্দেশনা অনুসরণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এল আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে ‘প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঘটনা ঘটে, যার মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পটি মান্দালয়ের কাছাকাছি অঞ্চলে আঘাত হানে এবং এতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হন। বহু ভবন ধসে পড়ে এবং রাস্তাঘাট সেতু ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার কার্যক্রম এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন : নজরুল ইসলাম খান Apr 06, 2025
img
রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত Apr 06, 2025
img
গাজায় ইসরায়েলের গণহত্যায় নিন্দা ও কর্মসূচি ঘোষণা ছাত্রদলের Apr 06, 2025
img
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা Apr 06, 2025
img
ভূমি সেবায় আধুনিক যুগের সূচনা : 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর পথে সরকার Apr 06, 2025
img
ভুলভাবে ডাবের পানি খেলে হতে পারে মৃত্যু! Apr 06, 2025
img
সংস্কার নিয়ে আগামীকাল এবি পার্টির সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন Apr 06, 2025
img
শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই : প্রধান বিচারপতি Apr 06, 2025
img
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি Apr 06, 2025
img
আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি Apr 06, 2025