বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায় বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের পাশাপাশি তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত থাই ওপেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। আজ এই প্রতিযোগিতায় ব্যাকস্ট্রোক ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের এই সাঁতারু।
১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রাফি ৫৮.৯০ সেকেন্ড টাইমিং করেন। এই ইভেন্টে এটা তার সেরা টাইমিং। এই ইভেন্টে প্রথম হওয়া থাই সাতারুর টাইমিং ৫৬.৯৩ আর দ্বিতীয় হওয়া হংকং সাতারুর টাইমিং ৫৭.৮৪। আগামীকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন।
থাইল্যান্ড থেকে রাফি বলেন, ‘জুলাইয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপের আগে এই প্রতিযোগিতা আমার প্রস্তুতির জন্য অত্যন্ত ইতিবাচক। আজকের ব্যাকস্ট্রোক ইভেন্টে ৬০ জনের বেশি প্রতিযোগি ছিল। এর মধ্যে আমি তৃতীয় হয়েছি। আমার টাইমিংয়ের উন্নতি হয়েছে। এটা আরো ভালো করার চেষ্টা করছি।’
বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু রাফি। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড রয়েছে রাজবাড়ীর এই সন্তানের। বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের বৃত্তির মাধ্যমে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বাস্তবতায় এশিয়ান-কমনওয়েলথ গেমসে পদক দূরাশাই বটে। সেই হিসেবে এসএ গেমসে স্বর্ণই যেন কাঙ্খিতমাত্রা।