'রেস-৪' নিয়ে আলোচনায় সাইফ আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রা

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব বর্তমানে স্ক্রিপ্টিং পর্যায়ে রয়েছে এবং তারা এই ছবির প্রধান কাস্ট হিসেবে সাইফ আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলোচনা করছে। আজ রোববার (৬ এপ্রিল) প্রোডাকশন হাউস টিপস ফিল্ম এ ঘোষণা করেছে।

একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “আমরা স্পষ্ট করতে চাই যে, আমরা বর্তমানে সাইফ আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলোচনা করছি এবং ‘রেস ৪’-এর পরবর্তী কিস্তি, যা বর্তমানে স্ক্রিপ্টিং পর্যায়ে রয়েছে, সেটি নিয়েই আলোচনা চলছে। এই পর্যায়ে অন্য কোন পুরুষ বা মহিলার অভিনয়ের জন্য যোগাযোগ করা হয়নি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি যে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া পেজগুলো যেন মিথ্যা খবরের সঙ্গে জড়িত না হয় এবং আমাদের পক্ষ থেকে অফিসিয়াল নিশ্চয়তা না আসা পর্যন্ত তারা যেন অপেক্ষা করে।”

এর আগে কিছু গুজব শোনা গিয়েছিল যে, অভিনেতা হর্ষবর্ধন রানে এবং রাকুল প্রীত সিং রেস ৪-এর কাস্টে যোগ দিতে যাচ্ছেন।

প্রথম দুটি 'রেস' চলচ্চিত্র, যেখানে সাইফ আলি খান ছিলেন প্রধান চরিত্রে, ২০০৮ এবং ২০১৩ সালে মুক্তি পেয়ে বক্স অফিসে সফল হয়েছিল। তবে, 'রেস ৩', যেখানে সালমান খান ছিলেন, তা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। তবুও, স্টাইলিশ ভিজ্যুয়াল এবং চমকপ্রদ মোড়ের জন্য পরিচিত এই ফ্র্যাঞ্চাইজিটি এবার চতুর্থ পর্ব নিয়ে ফিরতে চলেছে।

সম্প্রতি তেলেগু অ্যাকশন-ফ্যান্টাসি চলচ্চিত্র 'দেভারা: পার্ট ১'-এ অভিনয় করা সাইফ আলি খান এখন তার আসন্ন সিনেমা 'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিন্স'-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন জৈদীপ আহলাওয়াত। সিনেমাটি এবছর নেটফ্লিক্স-এ মুক্তি পাবে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাতে অভিনয় করছেন উজ্জ্বল গৌরাহা, নিকিতা দত্ত এবং কুণাল কাপূর।

এদিকে, সিদ্ধার্থ মালহোত্রা তার আসন্ন রোমকম ‘পরম সুন্দরী’ এর শুটিং করছেন, যাতে তার বিপরীতে অভিনয় করছেন জানভি কাপূর।

এসএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাশিয়ার পক্ষে যুদ্ধে গেছে শত বাংলাদেশি Apr 07, 2025
img
নির্বাচনী প্রচারে পোস্টার থাকছে না:ইসি Apr 07, 2025
img
ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা Apr 07, 2025
img
গোপনে মরুদেশে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন রাশ্মিকার Apr 07, 2025
img
সাগরতলে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণাগার নির্মাণ করছে চীন Apr 07, 2025
img
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Apr 07, 2025
img
একসাথে চুরি হয়ে গেলো সাফারি পার্কের তিনটি লেমুর! Apr 07, 2025
মিয়ানমারে ফিরলেই কি নিজ ভিটা ফিরে পাবেন রোহিঙ্গারা? Apr 07, 2025
গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানাল টেন মিনিট স্কুল, বন্ধ কার্যক্রম Apr 07, 2025
যে কারণে ডিএমপির হেডকোয়ার্টারে টুকু ও এ্যানি চৌধুরী Apr 07, 2025